ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

যুক্তরাজ্যের সিদ্ধান্ত

‘ইমেজ সঙ্কটে পড়বে বাংলাদেশের পোশাক শিল্প’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, মার্চ ১০, ২০১৬
‘ইমেজ সঙ্কটে পড়বে বাংলাদেশের পোশাক শিল্প’ মো. সিদ্দিকুর রহমান

ঢাকা: যুক্তরাজ্য সরাসরি কার্গো ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করায় বাংলাদেশের পোশাক শিল্প ইমেজ সঙ্কটে পড়বে বলে আশঙ্কা করেছেন বিজিএমইএ’র সভাপতি মো. সিদ্দিকুর রহমান।

বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুর সাড়ে তিনটায় রাজধানীর বিজিএমইএ ভবনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।



বিজিএমইএ’র সভাপতি বলেন, তিন মাস আগে অস্ট্রেলিয়া বাংলাদেশ থেকে সরাসরি কার্গো বিমান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে। আবার এখন নিরাপত্তাজনিত কারণে যুক্তরাজ্যও নিষেধাজ্ঞা আরোপ করলো। এতে আমাদের যে শুধু আর্থিক ক্ষতি হবে তাই না, ইমেজও সঙ্কটে পড়তে হবে। যা আমাদের পোশাক শিল্পকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে।

তিনি আরো বলেন, এতোদিন আমরা সরাসরি যুক্তরাজ্যে পণ্য পাঠাতে পারতাম। কিন্তু যুক্তরাজ্য নিষেধাজ্ঞা আরোপ করায় এখন আমাদের দুবাই, হংকং হয়ে যুক্তরাজ্যে পণ্য পাঠাতে হবে। কিন্তু আমাদের পোশাক রফতানির ১১ দশমিক ৩৯ শতাংশ রফতানি হয় যুক্তরাজ্যে। চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে যুক্তরাজ্যে ২ বিলিয়ন ডলারের পোশাক রফতানি হয়েছে।

এ ধরনের নিষেধাজ্ঞা আমাদের ইমেজ সঙ্কটও তৈরি করবে বলেও আশঙ্কা প্রকাশ করেন মো. সিদ্দিকুর রহমান।  

সরকারকে যতো তাড়াতাড়ি সম্ভব এ বিষয়ে যুক্তরাজ্যের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধানের আহ্বান জানান বিজিএমইএ সভাপতি। আর নয়তো সামনে পোশাক শিল্পের জন্য আরো কঠিন দিন অপেক্ষা করছে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিজিএমইএ’র সহ সভাপতি নাসির আহমেদ।

বাংলাদেশ সময়:  ১৬১৬ ঘণ্টা, মার্চ ১০, ২০১৬
ইউএম/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।