ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিটিআরআই এর চা বাগানে টিপিং শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৬
বিটিআরআই এর চা বাগানে টিপিং শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শ্রীমঙ্গল (মৌলভীবাজার): বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই) নতুন বছরে অর্থাৎ ২০১৬ সালের টিপিং (চা পাতা উত্তোলন) কার্যক্রম শুরু করেছে।

প্রায় ৪ মাস চা কারখানা বন্ধ থাকার পর শিগগিরই টিপিং এর মাধ্যমে চা কারখানা চালু হতে যাচ্ছে।



রোববার (১৩ মার্চ) সকালে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট’র প্রধান খামার ও বিলাশছড়া পরীক্ষণ খামারে টিপিং এর কাজ শুরু হয়। শুরুতেই দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

চলতি বছরের প্রথম চা পাতা উত্তোলনের উদ্বোধন করেন বিটিআরআই’র পরিচালক ও চা বিজ্ঞানী ড. মাইনউদ্দীন আহমেদ।

বিটিআরআই’র ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ শামীম আল মামুন বাংলানিউজকে বলেন, সময় মতো সঠিক জায়গায় টিপিং করতে পারলে সঠিক প্লাকিং টেবিল তৈরি হবে। এতে বছর শেষে চায়ের উৎপাদন বৃদ্ধি পাবে। এ সময় বিটিআরআই’র বিভিন্ন গবেষণা বিভাগের বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা,  মার্চ ১৩,  ২০১৬
বিবিবি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।