ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

দুই ডেপুটি গভর্নরকে অব্যাহতি

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৬
দুই ডেপুটি গভর্নরকে অব্যাহতি নাজনীন সুলতানা ও আবুল কাসেম

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের পদ থেকে নাজনীন সুলতানা ও আবুল কাসেমকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ মার্চ) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ কথা জানান।



অর্থমন্ত্রী জানান, এই দুই পদে নতুন কাউকে দায়িত্ব দেওয়া হবে। পরিপত্র জারি করে এই পদে নতুন দুইজনকে নিয়োগ দেওয়া হবে।

এনইসি সম্মেলন কক্ষে বিকেল ৪টার কিছু পরে এনজিও কর্মকর্তাদের সঙ্গে প্রাক বাজেট আলোচনা সভায় যোগ দেন তিনি। এর আগে মন্ত্রীকে রিজার্ভ চুরি ও গভর্নর বিষয়ে নানা প্রশ্ন করেন সংবাদিকরা।

তখন অর্থমন্ত্রী বলেন, গভর্নর অলরেডি গন, দুই ডেপুটি গভর্নরকেও অব্যাহতি দেওয়া হয়েছে।

প্রথমে দুইজনের নাম স্মরণ করতে পারছিলেন না মন্ত্রী। এর কিছুক্ষণ পরে
নাজনীন সুলতানার নাম উচ্চারণ করেন। অপরজন কি আবুল কাশেম? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ‘হ্যাঁ’ সূচক বাক্য উচ্চারণ করেন মুহিত।

এখন বাংলাদেশ ব্যাংকে বাকি দুই ডেপুটি গভর্নরের পদে রয়েছেন সিতাংশু কুমার সুর চৌধুরী (এস কে সুর চৌধুরী) ও আবু হেনা মোহাম্মদ রাজি হাসান। চলতি বছরের ফেব্রুয়ারিতে ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরীর চুক্তির মেয়াদ ২০১৮ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়। এছাড়া আবু হেনা মোহাম্মদ রাজি হাসানের চুক্তির মেয়াদ ২০১৮ সালের ১০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়।

সে সময় নাজনীন সুলতানার মেয়াদ ২০১৬ সালের ১৪ জুলাই পর্যন্ত বৃদ্ধি করা হলেও তাকে অব্যাহতি দেওয়া হলো।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৬/আপডেট ১৬৩৬, ১৭০০
এমআইএস/এসই/আইএ

** দুই ডেপুটি গভর্নরকে অব্যাহতি
** পদত্যাগ করলেন গভর্নর আতিউর রহমান
** প্রধানমন্ত্রীর কার্যালয়ে গভর্নর
** অর্থমন্ত্রীর সংবাদ সম্মেলন বাতিল

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।