ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কনভেনশন সিটি বসুন্ধরায় অটো পার্টস প্রদর্শনী ৩১মার্চ শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৬
কনভেনশন সিটি বসুন্ধরায় অটো পার্টস প্রদর্শনী ৩১মার্চ শুরু ছবি: আনোয়ার হোসেন রানা/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীতে বড় পরিসরে অটোমোটিভ, কার, বাইক ও অটো যন্ত্রাংশ শিল্পের প্রদর্শনী নিয়ে শুরু হচ্ছে ১১তম ঢাকা মোটর শো ২০১৬।

একই সঙ্গে শুরু হবে ঢাকা বাইক শো এবং ঢাকা অটো পার্টস শো।



আগামী ৩১ মার্চ থেকে একসঙ্গে এই তিন প্রদর্শনী শুরু হবে। যা চলবে ২ এপ্রিল পর্যন্ত।

মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সেমস  গ্লোবাল এবং ‘সেমস বাংলাদেশ’ এর যৌথ উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

কুড়িল বিশ্বরোড সংলগ্ন আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা’য় তিনব্যাপী এ প্রদর্শনী আয়োজন করেছে কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেড, সেমস  গ্লোবাল এবং সেমস বাংলাদেশ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রদর্শনীতে বিশ্বের প্রায় ১৪টি দেশ থেকে ব্র্যান্ড নিউ গাড়ি, মোটর বাইক ও অটো যন্ত্রাংশ শিল্পের উৎপাদক ও বিপণনকারী খ্যাতনামা প্রতিষ্ঠানগুলো অংশ নেবে।

প্রায় ২০০টির বেশি স্টল থাকবে প্রদর্শনীতে। এসব স্টলে দেশি-বিদেশি নির্মাতা, প্রস্তুতকারক ও সরবরাহকারীরা অত্যাধুনিক গাড়ি, মোটরসাইকেল, লুব্রিকেন্ট, সিএনজি রূপান্তর’সহ বিভিন্ন প্রযুক্তি ও আটো যন্ত্রাংশ প্রদর্শন করা হবে।

সেমস গ্লোবাল এবং সেমস বাংলাদেশ’র প্রেসিডেন্ট ও গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক মেহেরুন এন ইসলাম বলেন, বাংলাদেশে দ্রুত অগ্রসরমান অটোমোটিভ ও অটো-কম্পোনেন্ট খাতকে বেগবান করতে এ আয়োজন।

‘প্রদর্শনীতে ক্রেতা, দর্শক ও উদ্যোক্তারা ব্র্যান্ড নিউ গাড়ি, যন্ত্রাংশ, আনুষঙ্গিক উপকরণ ও নতুন নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন। ’

তিনি জানান, প্রদর্শনীর শুরুর দিন অর্থাৎ ৩১ মার্চ বিকেল ৩টায় অটো মোবাইল ইঞ্জিনিয়ারিং এবং রোড শো নিয়ে আলোচনা হবে।

এ আয়োজন বাংলাদেশে অটোমোটিভ, বাইক ও অটো যন্ত্রাংশ শিল্পের বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন আয়োজকরা।

ঢাকা বাইক শো’র গোল্ড স্পন্সর হিসেবে থাকছে সুজুকি। আর সিলভার স্পন্সর হিসেবে রয়েছে এটলাস বাংলাদেশ লিমিটেড।  

প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত সাড়ে ৮টা র্পযন্ত প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৬
একে/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।