ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ষষ্ঠ এগ্রো টেক বাংলাদেশ মেলা বৃহস্পতিবার শুরু

বগুড়া করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৬
ষষ্ঠ এগ্রো টেক বাংলাদেশ মেলা বৃহস্পতিবার শুরু ছবি: আরিফ জাহান/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা ‘ষষ্ঠ এগ্রো টেক বাংলাদেশ-২০১৬’ ঢাকায় বৃহস্পতিবার (১৭ মার্চ) থেকে শুরু হবে।

মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলন এ তথ্য জানানো হয়।



এতে লিখিত বক্তব্য পাঠ করেন বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) খামার প্রযুক্তি, সেচ ও পানি সম্পদ ব্যবস্থাপনা পরিচালক ও মেলা বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম খান।

তিনি বলেন, বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) ও ট্রেড ফেয়ারস এক্সিবিউশনস প্রাইভেট লিমিটেডের যৌথ উদ্যোগে এ মেলার আয়োজন করা হচ্ছে।

রাজধানীর বসুন্ধরা কনভেশন সেন্টারে এ মেলা চলবে শনিবার (১৯ মার্চ) পর্যন্ত। এ মেলায় বিশ্বের প্রায় ১৫টি দেশের স্বনামধন্য শতাধিক প্রতিষ্ঠানের ১৫০টি স্টল অংশ থাকবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বৃহস্পতিবার বেলা ১১টায় বসুন্ধরা কনভেনশন সেন্টারে সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।  

আর সমাপনীতে প্রধান অতিথি থাকবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।  

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৬
এমবিএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।