ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘অর্থ চুরির ঘটনা তদন্তই আমার প্রথম কাজ’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৩ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৬
‘অর্থ চুরির ঘটনা তদন্তই আমার প্রথম কাজ’ ফজলে কবির

ঢাকা: অর্থ চুরির পুরো ঘটনা তদন্তের মাধ্যমে বের করাই তার প্রথম কাজ বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ফজলে কবির।

বৃহস্পতিবার (১৭মার্চ) ভোরে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।



এছাড়াও রিজার্ভ চুরির ঘটনার পুনরাবৃত্তি রোধ ও বাংলাদেশ ব্যাংকের সংকট সমাধানেরও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

গভর্নর সাংবাদিকদের বলেন, সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী যে আস্থা রেখে আমাকে এ দায়িত্ব দিয়েছেন, তা গুরুত্বপূর্ণ দায়িত্ব। এ দায়িত্ব আমি প্রতিপালন করার জন্য সর্বাত্মক চেষ্টা করবো।

‘আপনারা দেখবেন তদন্ত কমিটি হয়েছে। ধীরে ধীরে রিপোর্ট আসবে। ইতোমধ্যে যে বিপর্যয় হয়ে গেছে তার পুনরাবৃত্তি যেন না হয় কখনও সে বিষয়ে আমরা সবাই সচেষ্ট থাকবো। ’ বলেন ফজলে কবির।

বৃহস্পতিবার ভোরে দেশে ফিরে বিমানবন্দর থেকে সোজা ধানমন্ডি ৩২ নম্বরের যান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে শ্রদ্ধা নিবেদনের জন্য প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা তখন সেখানেই ছিলেন।
                                               
চলতি বছরের ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের আট কোটি ডলারের বেশি অর্থ ‘হ্যাকিংয়ের মাধ্যমে’ লোপাট হওয়ার ঘটনায় ১৫ মার্চ মঙ্গলবার গভর্নরের পদ ছাড়েন ড. আতিউর রহমান।

ওইদিনই অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত নতুন গভর্নর হিসেবে ফজলে কবিরের নাম ঘোষণা করেন।

বুধবার (১৬ মার্চ) বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয় ফজলে কবিরকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগের প্রজ্ঞাপন জারি করে। তাকে চার বছরের জন্য চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ০৭২০ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৬/আপ: ১২২৮ ঘণ্টা
এসই/এএ


** গভর্নর নিয়োগের আদেশ জারি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।