ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বসুন্ধরা কনভেনশনে এক টুকরো থাইল্যান্ড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৬
বসুন্ধরা কনভেনশনে এক টুকরো থাইল্যান্ড ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: থাই পণ্য মানেই ক্রেতাদের অন্যরকম এক আকর্ষণ। আর যদি সব পণ্য একসঙ্গে দেখার সুযোগ মেলে, তাহলে তো কথাই নেই।



আর সে সুযোগ এনে দিয়েছে আন্তর্জাতিক কনভেনশন সিটি, বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত ‘থাই সপ্তাহ’। নিত্যদিনের ব্যবহারের নানা পণ্যের পসরা বসেছে এই থাই সপ্তাহে।

সবমিলিয়ে আইসিসিবি’র গুলনাহার হল যেন এক টুকরো থাইল্যান্ড। বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল দশটার পর থেকেই এ চিত্র ফুটে উঠেছে।

বুধবার (১৬ মার্চ) শুরু হওয়া এ থাই পণ্যের প্রদর্শনীতে মিলছে কসমেটিকস, গৃহস্থালি ও খাদ্যপণ্য, ফল, জুতা, স্যান্ডেল, হাতে তৈরি বাহারি সব ব্যাগ, পোশাকসহ আরও নানা উপকরণ।

এছাড়া রয়েছে থাইল্যান্ডের সংস্কৃতির আবহে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা। এতো সব আয়োজনে শুরু থেকেই এ প্রদর্শনী দর্শনার্থীদের মন কেড়েছে।

সকাল থেকেই প্রদর্শনী প্রাঙ্গনে ভিড় জমাতে শুরু করেছেন ক্রেতা, ব্যবসায়ী ও দর্শনার্থীরা।

আয়োজকরা জানান, বাংলাদেশে সব সময়ই থাই পণ্যের চাহিদা অনেক বেশি। এ কারণে এক ছাদের নিচে সব ধরনের থাই পণ্যের সমাহার নিয়ে এ আয়োজন। এখান থেকে সব শ্রেণির ভোক্তারা পণ্য কেনার সুযোগ পাবেন।

এছাড়া ব্যবসায়ীদের জন্য রয়েছে আলোচনার সুযোগ। ডিলারশিপ নিতে চাইলেও তা পারা যাবে।

থাইল্যান্ড থেকে আসা ব্যবসায়ীরাও খুশি এমন আয়োজনে। বাংলাদেশের ক্রেতা, ব্যবসায়ীসহ সবার সঙ্গে তাদের ব্যবসার মেলবন্ধন তৈরি হচ্ছে বলেও জানালেন তারা।

আর ক্রেতাদের সম্মানে প্রদর্শনী উপলক্ষে দেওয়া হচ্ছে মূল্যছাড়। বিভিন্ন প্যাকেজ তৈরি করা হয়েছে স্টলের পক্ষ থেকে।

মেলা প্রাঙ্গন ঘুরে দেখা যায়, থাই পণ্যের পসরা সাজিয়ে বসে আছেন স্টলের কর্মীরা। দর্শনার্থী, ক্রেতা ও ব্যবসায়ীদের তাদের পণ্য সম্পর্কে তথ্য সরবরাহ করছেন।

আর ক্রেতারাও এমন সব বাহারি পণ্যে মুগ্ধ হয়ে দেখছেন। বিশেষ কোনো পণ্যের প্রতি আগ্রহ থাকলে তা সম্পর্কে জেনে নিচ্ছেন তথ্য। জেনে শুনে অনেকেই কিনছেন।

আয়োজকেরা জানান, গার্মেন্টস ও ফ্যাশন পণ্য, খাবার ও পানীয়, ভারি শিল্প, গৃহস্থালি ও আনুষঙ্গিক পণ্য উৎপাদনকারী ৩৯টি থাই প্রতিষ্ঠান অংশ নিচ্ছে এ আয়োজনে।

এ প্রদর্শনীর আয়োজন করেছে থাই বাণিজ্য মন্ত্রণালয়ের ডিপার্টমেন্ট অব ইন্টারন্যাশনাল ট্রেড প্রমোশন (ডিআইটিপি) এবং ঢাকার রয়্যাল থাই দূতাবাস।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, থাই দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স Phasit Chudabuddhi ও কনসাল (বাণিজ্যিক) Suwimol Tilokruangchai এবং  বাংলাদেশ-থাই চেম্বার অব কমার্সের সভাপতি আইয়ুব আলীসহ ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, থাইল্যান্ড সপ্তাহ দেশটির সরকারের একটি স্বতন্ত্র প্রচেষ্টা। উভয় দেশের লাভজনক ব্যবসায়িক সম্পর্ক জোরদার, বাণিজ্য সম্প্রসারণ এবং ব্যবসায়ীদের সুযোগ-সুবিধা প্রসারিত করতে ভূমিকা রাখবে।

বাংলাদেশ সময়: ১১৩৬ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৬
জেপি/একে/এএসআর

** মূল্যছাড়ে মিলছে বিশুদ্ধ থাই ফলের জুস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।