ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রিজার্ভ চুরি তদন্তে বাংলাদেশ ব্যাংকে সিআইডি প্রতিনিধি দল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৬
রিজার্ভ চুরি তদন্তে বাংলাদেশ ব্যাংকে সিআইডি প্রতিনিধি দল

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা তদন্তে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে প্রবেশ করেছে।

শুক্রবার (১৮ মার্চ) বেলা ১০টা ৩৫ মিনিটে ব্যাংক কার্যালয়ে প্রবেশ করে দলটি।



বিষয়টি বাংলানিউজকে জানান, অর্গান‍াইজ ক্রাইমের বিশেষ পুলিশ সুপার মির্জা আব্দুল্লাহেল বাকী।

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় আমাদের তদন্ত টিমে ২০ জনেরও বেশি সদস্য রয়েছেন। তদন্তের স্বার্থে প্রয়োজন মতো যে কেউ বাংলাদেশ ব্যাংকে যেতে পারেন।

সম্প্রতি নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ১০০ মিলিয়ন ডলার বা প্রায় ৮০০ কোটি টাকা চুরি হয়। পরে জানা যায়, এর মধ্যে ৮১ মিলিয়ন ডলার ফিলিপাইনের আরবিসি ব্যাংকের একটি শাখার ৫টি অ্যাকাউন্টে স্থানান্তরিত হয়েছে। এ অর্থ পরে ফিলিপাইনের তিনটি ক্যাসিনো হয়ে হংকং-এ চলে গেছে।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৬
এনএ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।