ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

প্রাণের ‘ছোটকাকু’ ক্যান্ডির উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৬
প্রাণের ‘ছোটকাকু’ ক্যান্ডির উদ্বোধন ছবি: কাশেম হারুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: টেলিভিশন চরিত্র ‘ছোটকাকু’ অনুকরণে খাদ্যপণ্য প্রক্রিয়াজাতকরী প্রতিষ্ঠান প্রাণ বাজারে নিয়ে এলো ছোটকাকু ক্যান্ডি।

শুক্রবার (১৮ মার্চ) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে চ্যানেল আই প্রাঙ্গণে ‘শিশু সমাবেশ ও ছোটকাকু ক্যান্ডি’র আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়।



চ্যানেল আই ও প্রাণের আয়োজনে অনুষ্ঠানে ছিলেন টেলিভিশনটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দীন আহমেদ, ‘ছোটকাকু’র নির্মাতা আফজাল হোসেন, অভিনেত্রী সুবর্ণা মোস্তফা, প্রাণ কনফেকশনারির হেড অব মার্কেটিং ও সেলস্ এ কে এম মইনুল ইসলাম মইন প্রমুখ।

অনুষ্ঠানে ইমপ্রেস টেলিফিল্ময়ের ব্যবস্থাপনা পরিচালক ও শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগরের সৃষ্টি ‘ছোটকাকু’ নামে প্রাণ তাদের নতুন এই ক্যান্ডির নামকরণ করার জন্য প্রাণ স্বাগত জানান।

এ সময় অভিনেতা আফজাল হোসেন বলেন, ছোটকাকু এক সময় ছিল পড়ার, পরে তা টেলিভিশনের দেখার বিষয় হলো। এখন সেই ছোটকাকু খাওয়ার ক্যান্ডি হয়েছে।

‘শিশুদের মিলন মেলার মাধ্যমে আজ ছোটকাকু ক্যান্ডির উদ্বোধনী আয়োজনের মতো সেটি যেন সারাদেশে ছড়িয়ে পড়ে সেই কামনা করি। ’

প্রাণ কনফেকশনারির হেড অব মার্কেটিং ও সেলস্ এ কে এম মইনুল ইসলাম মইন বলেন, শিশু-কিশোরদের উপযোগী করে তৈরি করা হয়েছে ছোটকাকু ক্যান্ডি, ইতোমধ্যে এটি দেশের সর্বত্র পাওয়া যাচ্ছে। কাঁচা আমের স্বাদে এ ক্যান্ডি অচিরেই জনপ্রিয় হয়ে উঠবে।

এ সময় শিশু কিশোরদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি, গান, নাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছোটকাকু ক্লাবের সদস্য ফারজানা ব্রাউনিয়া, চিত্রনায়ক ইমন, অভিনেতা শহীদুল ইসলাম সাচ্চু ও সামস সুমন, চলচ্চিত্র সাংবাদিক আব্দুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৬ আপডেট ১৮১৫
টিএইচ/এএটি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।