ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

শেষদিনে বাহারি থাই পণ্যের মেলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬
শেষদিনে বাহারি থাই পণ্যের মেলা ছবি: কাশেম হারুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: শেষ দিনে চলছে থাইল্যান্ডের সব বাহারি পণ্যের সমাহার নিয়ে মেলা। তাই দিনের শুরু থেকে এক ছাদের নীচে মূল্যছাড় ও উপহারে কেনার সুযোগ হাতছাড়া করছেন না রাজধানীবাসী।



রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি, বসুন্ধরায় (আইসিসি,বি) চলছে এ থাই পণ্যের মেলা। এতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন দর্শনার্থী ও ক্রেতারা।

আইসিসি,বি’র গুলনকশা হলে থাইল্যান্ডে তৈরি ৩৯ ধরনের প্রয়োজনীয় পণ্যের পসরা দেখে দর্শনার্থীরাও খুশি। আর ছাড়ে পণ্য কিনতে পারায় খুশির মাত্রা আরও কয়েকগুণ বেড়ে গেছে।

মেলার শেষ দিনে শনিবার (১৯ মার্চ) মেলা উন্মুক্ত হতেই ক্রেতা ও দর্শনার্থীদের উপস্থিতি বাড়তে শুরু করেছে। কেউ আসছেন সপরিবারে, কেউ বা বন্ধুদের সঙ্গে।

মেলায় বিভিন্ন স্টলের কর্মীরা জানান, মূলত থাই পণ্যের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি ব্যবসায়ীরা এসব পণ্য নিয়ে দেশে ব্যবসা করার কৌশল, তথ্যসহ আনুষঙ্গিক সব কিছু পাচ্ছেন।

মেলা প্রাঙ্গন ঘুরে দেখা গেছে, কোনো কোনো পণ্যের ওপর প্রায় অর্ধেক ছাড় দেওয়া হচ্ছে। কোনো কোনো পণ্য দু’টি কিনলে একটি ফ্রি’র অফারও রয়েছে। শিশু ও মেয়েদের ব্যবহার্য পণ্যের সংখ্যা বেশি।

তবে গৃহস্থালি, বিশেষ করে রান্নাঘরের যাবতীয় সরাঞ্জামাদি, বিভিন্ন ফল, বডি স্প্রে, এয়ার টিকিট, জুতা, স্যান্ডেল, হাত, ভ্যানিটি ব্যাগ, স্কুল ব্যাগসহ নানা পণ্য রয়েছে প্রদর্শনীতে।

ক্রেতারাও এমন সব বাহারি পণ্যে মুগ্ধ হয়ে দেখছেন। বিশেষ কোনো পণ্যের প্রতি আগ্রহ থাকলে তা সম্পর্কে জেনে নিচ্ছেন তথ্য।

পণ্যের প্রদর্শনীর পাশাপাশি মেলা আয়োজক কমিটি থাইল্যান্ডের সাংস্কৃতিক পরিবেশনার আয়োজনও রেখেছে। এছাড়া দেশের কোনো ব্যবসায়ী চাইলে থাইল্যান্ডের ব্যবসায়ীদের সঙ্গে থাই পণ্যের বিষয়ে কথা বলতে পারেন। বিভিন্ন স্টলের পক্ষ থেকে এজেন্ট চাওয়া হচ্ছে।
 
গত বুধবার (১৬ মার্চ) চার দিনব্যাপী এ থাইল্যান্ড উইক’র উদ্বোধন হয়। আর শনিবার পর্দা নামবে এ আয়োজনের। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত দর্শনার্থীরা মেলা ঘুরে দেখতে পারবেন। এটি সবার জন্য উন্মুক্ত।

আয়োজকেরা জানান, গার্মেন্টস ও ফ্যাশন পণ্য, খাবার ও পানীয়, ভারি শিল্প, গৃহস্থালি ও আনুষঙ্গিক পণ্য উৎপাদনকারী ৩৯টি থাই প্রতিষ্ঠান অংশ নিচ্ছে এ প্রদর্শনীতে। যৌথভাবে এ মেলার আয়োজন করেছে থাই বাণিজ্য মন্ত্রণালয়ের ডিপার্টমেন্ট অব ইন্টারন্যাশনাল ট্রেড প্রমোশন (ডিআইটিপি) এবং ঢাকার রয়্যাল থাই দূতাবাস।

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬
একে/এএসআর

** দর্শনার্থী-ক্রেতার পদচারণায় মুখর থাই পণ্য মেলা
** থাইল্যান্ড উইকে রসালো থাই ফল
** পণ্য কিনলে মিলছে মূল্যছাড় ও উপহার
** বসুন্ধরা কনভেনশনে এক টুকরো থাইল্যান্ড
** কেনাকাটা ও বিনোদন একসঙ্গে যেখানে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।