ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ব্র্যাক কর্মকর্তা অপহরণ

কাবুল যাচ্ছেন এশিয়া অঞ্চলের পরিচালক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬
কাবুল যাচ্ছেন এশিয়া অঞ্চলের পরিচালক হাজি মোহাম্মদ শওকত আলী ও মো. সিরাজুল ইসলাম খান সুমন

ঢাকা: আফগানিস্তানে ব্র্যাকের দুই বাংলাদেশি কর্মকর্তার অপহরণের ঘটনায় কাবুল যাচ্ছেন বেসরকারি সংস্থাটির এশিয়া অঞ্চলের পরিচালক জালাল উদ্দিন।

শনিবার (১৯ মার্চ) ব্র্যাক ইন্টারন্যাশনালের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।



বৃহস্পতিবার (১৭ মার্চ) স্থানীয় সময় বিকেল ৪টার দিকে নিয়মিত ফিল্ড ভিজিট শেষে কুন্দুজ থেকে কাবুল ফেরার পথে অপহৃত হন ব্র্যাকের দুই বাংলাদেশি কর্মকর্তা। তবে তাদের সঙ্গে থাকা এক আফগান কর্মকর্তা ও গাড়ির চালককে অক্ষত ছেড়ে দেয় দুর্বৃত্তরা।

অপহৃতরা হলেন, হাজি মোহাম্মদ শওকত আলী (৫০) ও মো. সিরাজুল ইসলাম খান সুমন (৩৭)। তাদের দু’জনের বাড়িই পাবনা জেলায়। এর মধ্যে শওকত আফগানিস্তানে ব্র্যাকের প্রধান প্রকৌশলী হিসেবে কর্মরত। আর সিরাজুল সেখানে সংস্থাটির প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা।

ব্র্যাক জানায়, অপহৃত দুই কর্মকর্তাকে উদ্ধারে জোর তৎপরতা চলছে। শুক্রবার (১৮ মার্চ) ও শনিবার (১৯ মার্চ) আফগানিস্তানের বাগলান এলাকার গভর্নর, প্রাদেশিক পুলিশ কমান্ডার ও স্থানীয় শুরার সঙ্গে কয়েক দফায় বৈঠক করেছেন বেসরকারি সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

স্থানীয় পুলিশ প্রশাসন জানিয়েছে, তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টির তদন্ত করছে। জিজ্ঞাসাবাদের জন্য দুর্বৃত্তরা যে গাড়ির চালক ও আফগান কর্মকর্তাকে ছেড়ে যায়, তাদের আটক করেছে পুলিশ।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এ ব্যাপারে সার্বক্ষণিক সহায়তা দিয়ে যাচ্ছে বলে জানিয়েছে ব্র্যাক।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬
আরএইচ

** অপহৃত ব্র্যাক কর্মকর্তাদের উদ্ধারে কাজ করছে আফগান পুলিশ
** আফগানিস্তানে ব্র্যাকের দুই কর্মকর্তা অপহৃত

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।