ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

গ্রাহকদের জন্য চট্টগ্রামের র‌্যাডিসন ব্লুতে রবি’র ছাড়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬
গ্রাহকদের জন্য চট্টগ্রামের র‌্যাডিসন ব্লুতে রবি’র ছাড় ছবি : সংগৃহীত

ঢাকা: দেশের অন্যতম মোবইল অপারেটর কোম্পানি রবি’র ধন্যবাদ কর্মসূচির আওতায় বিশ্বমানের র‌্যাডিসন ব্লু  চট্টগ্রাম বে ভিউ হোটেলে বিশেষ ছাড়ে আকর্ষণীয় সেবা উপভোগ করতে পারবেন গ্রাহকরা।

সম্প্রতি আন্তর্জাতিক এই হোটেলটি’র সঙ্গে এ সংক্রান্ত একটি চুক্তি সই করেছে রবি।

চুক্তির আওতায় রবি’র প্লাটিনাম এইস ও প্লাটিনাম গ্রাহকরা র‌্যাডিসন ব্লু চট্টগ্রামের এক্সচেঞ্জ রেস্টুরেন্টে ব্রেকফাস্ট ও ডিনারে একটি কিনলে একটি ফ্রি অফার উপভোগ করতে পারবেন। অন্যদিকে, বর্ণিল রেস্টুরেন্টে সব রবি গ্রাহকরা পাবেন ১০ শতাংশ ছাড়।
 ‍
শনিবার (১৯ মার্চ) রবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ধন্যবাদ কর্মসূচির আওতায় CAT লিখে ১২১৩ নম্বরে এসএমএস পাঠিয়ে নিজের অবস্থান জানতে পারবেন গ্রাহকরা। অফারটি শুধু চট্টগ্রামে অবস্থিত র‌্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউয়ে প্রযোজ্য হবে।      

হোটেলটিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ বিষয়ক চুক্তিটি সই করেন রবি’র কাস্টমার রিলেশনের ভাইস প্রেসিডেন্ট রফিকুল হক ও র‌্যাডিসন ব্লু চট্টগ্রামের জেনারেল ম্যানেজার সিক্কো গেইর।
 
র‌্যাডিসনের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সেলস জেসন সালগাদো, চিফ অ্যাকাউনট্যান্ট কামরুজ্জামান মৃধা ও রবি’র চট্টগ্রাম মোট্রোর রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ আশরাফুল কবির চুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।       
 
বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬
এমআইএইচ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।