ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

অর্থ উদ্ধারে অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিলে গভর্নরের চিঠি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৬
অর্থ উদ্ধারে অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিলে গভর্নরের চিঠি

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি হওয়া অর্থ উদ্ধারে সহযোগিতা চেয়ে অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিলের প্রধানসহ চারটি সংস্থাকে চিঠি দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ফজলে কবির।
 
রোববার (২৭ মার্চ) সাংবাদিকদের একথা জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা।


 
জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের বোর্ড অব গভর্ন্যান্সের চেয়ারম্যান, ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ‍ও অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিলের প্রধানকে এ চিঠি পাঠানো হয়েছে বলে জানান শুভঙ্কর সাহা।
 
কখন পাঠানো চিঠিতে কি বলা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, সম্প্রতি পাঠানো চিঠিতে অর্থ উদ্ধারে একটি কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। এছাড়াও সংশ্লিষ্টদের সঙ্গে টেলিফোনে যোগাযোগের মাধ্যমে অর্থ উদ্ধারের প্রক্রিয়া অব্যাহত আছে।
 
তিনি আরও বলেন, ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে কোন প্রক্রিয়ায় বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরি হয়েছে তার ব্যাখ্যা চেয়েছেন যুক্তরাষ্ট্রের কংগ্রেসওম্যান ক্যারেলিন বি লেলোনি।
 
শুভঙ্কর সাহা বলেন, গভর্নর বাংলাদেশ ব্যাংকের সব মহাব্যবস্থাপক ও তদুর্ধ্ব কর্মকর্তাদের সঙ্গে পরিচিতিমূলক একটি সৌজন্য বৈঠক করেছেন। এসময় তিনি কর্মকর্তাদের আইটি সিকিউরিটি বাড়ানোর বিষয়ে জোর দিতে বলেছেন।
 
এ ধরনের ঘটনা প্রতিরোধে যেসব ব্যবস্থা নেওয়া এবং বাংলাদেশ ব্যাংকের যে ম্যানুয়াল নিয়ম নীতি রয়েছে সে অনুযায়ী কাজ করে জনগণের আস্থা উন্নয়নে কাজ করার পরামর্শ দিয়েছেন গর্ভনর।
 
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের ৪ ফেব্রুয়ারি রাতে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কের বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ১০১ মিলিয়ন ডলারের সমপরিমাণ অর্থ চুরি হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৬
এসই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।