ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এমপিওভুক্ত শিক্ষকদের ৬ মাসের বকেয়া অর্থ ছাড়

ইসমাইল হোসেন, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৬
এমপিওভুক্ত শিক্ষকদের ৬ মাসের বকেয়া অর্থ ছাড়

ঢাকা: নতুন বেতন-কাঠামোতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের জন্য ছয় মাসের অনুদান-সহায়তার অর্থ ছাড় দিয়েছে অর্থ মন্ত্রণালয়।

 

২০১৫ সালের জুলাই থেকে বেসরকারি শিক্ষকরা ডিসেম্বর পর্যন্ত অনুদান-সহায়তার জন্য দুই হাজার ৫৩ কোটি ৫০ লাখ টাকা পাবেন বলে সোমবার (২৮ মার্চ) বাংলানিউজকে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

 

মার্চের বেতনের সাথে সারাদেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী এই বকেয়া অর্থ পাবেন, জানান শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, বাকি বকেয়াও শিগগিরি দেওয়া হবে।

সারাদেশে প্রায় সাড়ে সাত লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী রয়েছে বলে জানায় শিক্ষা মন্ত্রণালয়।

গত বছরের ১৫ ডিসেম্বর অষ্টম বেতন কাঠামোর (পে-স্কেল) গেজেট প্রকাশ করে সরকার। তবে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বিষয়ে অস্পষ্টতা থাকায় তারা অসন্তোষ প্রকাশ করে আন্দোলন চালিয়ে আসছিলেন।

অষ্টম বেতন কাঠামোতে অর্ন্তভুক্তির দাবিতে আন্দোলনের মুখে গত বছরের ২০ ডিসেম্বর এক আদেশে শিক্ষা মন্ত্রণালয় জানায়, ওই বছরের পহেলা জুলাই থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের অনুদান-সহায়তা নতুন বেতন স্কেল কার্যকর হবে।

শিক্ষা মন্ত্রণালয় জানায়, এমপিওভুক্ত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা এতো দিন পেয়েছেন আট হাজার টাকা। দশম গ্রেডে তা হবে ১৬ হাজার টাকা। নবম গ্রেডে সিনিয়র সহকারী শিক্ষকের বেতন হবে ২২ হাজার টাকা, এতো দিন যা ছিলো ১১ হাজার টাকা।

আর এমপিওভুক্ত কলেজের প্রভাষকের মূল বেতন নবম গ্রেডে হবে ২২ হাজার টাকা, এতো দিন ছিলো ১১ হাজার টাকা। সহকারী অধ্যাপকদের বেতন ষষ্ঠ গ্রেডে ৩৫ হাজার ৫শ’ টাকা, এতো দিন ছিলো ১৮ হাজার ৫শ’ টাকা। আর অধ্যক্ষদের বেতন হবে ৫০ হাজার টাকা, এতোদিন পেয়েছেন ২৫ হাজার ৭৫০ টাকা।

শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বাংলানিউজকে জানান, বেসরকারি শিক্ষকরা মূল বেতনের শতভাগ সরকারি তহবিল থেকে পেয়ে থাকেন। তাদের বেতন-ভাতা বাবদ প্রতি মাসে লাগে প্রায় ৬শ’ কোটি টাকা। নতুন বেতন স্কেলে আরও প্রায় ৪শ’ কোটি টাকা প্রয়োজন পড়বে।

তবে শিক্ষক-কর্মচারীদের এতো বৃহৎ অঙ্কের থোক বরাদ্দ এই প্রথম দেওয়া হচ্ছে, জানায় শিক্ষা মন্ত্রণালয়।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৬/আপডেট: ২০২৭ ঘণ্টা.
এমআইএইচ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।