ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কৃষি ঋণ বিতরণ ১১ হাজার কোটি টাকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৯ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৬
কৃষি ঋণ বিতরণ ১১ হাজার কোটি টাকা

ঢাকা: দেশে কার্যরত দেশি-বিদেশি ব্যাংকগুলো ২০১৫-২০১৬ অর্থবছরের প্রথম আট মাসে কৃষি ঋণ বিতরণ করেছে ১১ হাজার ৩৭৪ কোটি ৪২ লাখ টাকা। যা লক্ষ্যমাত্রার ৬৯.৩৭ শতাংশ।

চলতি অর্থবছরে কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৬ হাজার ৪০০ কোটি টাকা।

 

বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিতরণ সম্পর্কিত প্রতিবেদন সূত্রে জানা যায়, চলতি অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো ৫ হাজার ৮০৯ কোটি ৪৮ লাখ টাকা ঋণ বিতরণ করেছে, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার ৬২.৫৪ শতাংশ।

 

এর মধ্যে বাংলাদেশ কৃষি ব্যাংক সবোর্চ্চ ৩ হাজার ৭০ কোটি ২৬ লাখ টাকা, সোনালী ব্যাংক ৮৩২ কোটি ৮৫ লাখ টাকা ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ৭০৬ কোটি ৩ লাখ টাকা। বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক মাত্র ১ কোটি ৩৬ লাখ টাকার কৃষি ঋণ বিতরণ করেছে, যা লক্ষ্যমাত্রার ২.৭২ শতাংশ।
 
বেসরকারি ও বিদেশি ব্যাংকগুলো ৫ হাজার ৫৬৬ কোটি ৪৮ লাখ টাকা বিতরণ করেছে। যা নির্ধারিত লক্ষ্যমাত্রার ৭৮.২৯ শতাংশ। ইসলামী ব্যাংক সবোর্চ্চ ৭৬৭ কোটি ৪৭ লাখ টাকা। তবে ব্যাংক আল ফালাহ, কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসি ও ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ঋণ বিতরণ করতে পারেনি।
 
প্রতিবেদনে বলা হয়, এক বছরের ব্যবধানে ফেব্রুয়ারি পর্যন্ত কৃষি খাতে ঋণ বিতরণ বেড়েছে প্রায় ১৪.৭৫ শতাংশ। ২০১৪-২০১৫ অর্থবছরের প্রথম আট মাসে এ খাতে ৯ হাজার ৯১৪ কোটি ১০ লাখ টাকার ঋণ বিতরণ করা হয়েছিল।
 
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৬
এসই/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।