ঢাকা, শুক্রবার, ১৭ আশ্বিন ১৪৩২, ০৩ অক্টোবর ২০২৫, ১০ রবিউস সানি ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

ডিজিটাল পদ্ধতিতে ‘রেভিনিউ মনিটরিং’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৬, এপ্রিল ৩, ২০১৬
ডিজিটাল পদ্ধতিতে ‘রেভিনিউ মনিটরিং’

ঢাকা: ডিজিটালের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আধুনিক ও ডিজিটাল এনবিআরের সর্বশেষ সংযোজন ডিজিটাল পদ্ধতিতে ‘রেভিনিউ মনিটরিং’।

সিলেটের পর চট্টগ্রাম কাস্টমস হাউজ ও চট্টগ্রাম কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারের সঙ্গে ডিজিটাল পদ্ধতিতে রেভিনিউ মনিটরিং সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩ এপ্রিল) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সম্মেলন কক্ষে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ মনিটরিং সভা অনুষ্ঠিত হয়।

অভ্যন্তরীণ সম্পদ বিভাগ সচিব ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

ভিডিও কনফারেন্সে কাস্টমস, ভ্যাট কর্মকর্তা ছাড়াও বণ্ড, আপিল ও কাস্টমস প্রশিক্ষণ একাডেমির মহাপরিচালক অংশগ্রহণ করেন।

চেয়ারম্যান জানান, ডিজিটাল পদ্ধতিতে রাজস্ব মনিটরিং করা হচ্ছে। এর ফলে কর্মকর্তাদের মধ্যে কর্মচাঞ্চল্য সৃষ্টি ও রাজস্ব কার্যক্রমে গতিশীলতা এসেছে।

রেভিনিউ মনিটরিং সভায় রাজস্ব আদায়, এডিআর পদ্ধতির গতিশীলতা বাড়িয়ে বকেয়া রাজস্ব আদায়, মানবসম্পদ ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ে আলোচনা হয়েছে।

রাজস্ব আদায়ে গতিশীলতাসহ উভয় পক্ষ ‘পেইন্ডিং ইস্যু’ সমূহ সমাধানে সম্মত হয়েছে বলেও জানান চেয়ারম্যান।

রেভিনিউ মনিটিরং সভায় জাতীয় রাজস্ব বোর্ড’র সদস্য, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইসি) মহাপরিচালক ও এনবিআরের প্রথম সচিবরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৬
আরইউ/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।