ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এলেক্স কার ওয়াশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তাহসান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৬
এলেক্স কার ওয়াশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তাহসান ছবি: রানা-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: এলেক্স কার ওয়াশ ও ওয়াক্স'র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হ‌য়ে‌ছেন জন‌প্রিয় সঙ্গীত শিল্পী ও অ‌ভিনেতা তাহসান রহমান খান।

বাংলাদেশে দেশীয় তৈ‌রি এলেক্স কার ওয়াশ ও ওয়াক্স'র রি-ব্র্যা‌ন্ডিং উপলক্ষে সোমবার (০৪ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে এই প্রতিষ্ঠানের সঙ্গে এ সংক্রান্ত চু‌ক্তি সই করেন তাহসান।



অাগামী এক বছর তাহসান অ্যাম্বাসেডর হিসেবে থাকবেন।

তাহসান বলেন, ‌দেশীয় প্র‌তিষ্ঠান হিসেবে তি‌নি এই প্রতিষ্ঠা‌নের সঙ্গে যুক্ত হ‌লেন। দেশীয় প্র‌তিষ্ঠানকে দাঁড় করাতে পারলে বাংলাদেশের অর্থনী‌তির চাকায় গ‌তি অাসবে।

ট্রেডসওয়ার্থ হাউজহোল্ড লি‌মিটেডের প‌রিচালক সৈয়দ মুব‌দি মনোয়ার জানান,
এলেক্স কার ওয়াশ ও ওয়াক্স বাংলাদেশে তৈ‌রি ট্রেডসওয়ার্থ হাউজহোল্ড লি‌মিটেডের একমাত্র শ্যাম্পু, যা শুধুমাত্র গা‌ড়ির যত্নের জন্য তৈ‌রি।

এ‌টি সম্পূর্ণ সি‌লিকেট ফ্রি এবং পিএইচ ব্যালেন্সড। ফলে, গা‌ড়ির র‌ঙের কোনো ক্ষ‌তি হয় না। এছাড়া এর এক্সট্রা ওয়াক্স গা‌ড়িকে করে নতুনের মতো চকচকে।

ট্রেডসওয়ার্থ হাউজ‌হোল্ড লি‌মিটেডের এই পণ্য‌টি বাজারে অত্যন্ত জন‌প্রিয় এবং গত চার বছর ধরে সফলতার সঙ্গে ব্যবসা করে অাসছে।

ট্রেডসওয়ার্থ হাউজ‌হোল্ড লি‌মিটেডের ডি‌ভিশনাল ম্যানেজার শাহাদত হোসেন, সেলস ম্যানেজার অাশরাফুল অালম অনুষ্ঠানে উপ‌স্থিত ছি‌লেন।

বাংলা‌দেশ সময়: ১১৫৮ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৬
এমঅাইএইচ/এমঅাই‌কে/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।