ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

প্রতি কেজি ২৮ টাকা

২ লাখ টন গম কিনবে সরকার

স্পেশাল ও সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৬
২ লাখ টন গম কিনবে সরকার

ঢাকা: চলতি বছর ২ লাখ টন গম কিনবে সরকার। এবার গমের ক্রয়মূল্য ধরা হয়েছে প্রতি কেজি ২৮ টাকা।

উৎপাদন খরচ দেখানো হয়েছে কেজিপ্রতি ২৭ টাকা।

আগামী ১০ এপ্রিল থেকে শুরু হয়ে সংগ্রহ অভিযান চলবে ৩১ মে পর্যন্ত ।  

সোমবার (০৪ এপ্রিল) সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ (ফুড প্লানিং অ্যান্ড মনিটরিং) কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

গত বছরও ২৮ টাকা দরে দেড় লাখ টন গম কিনেছিল সরকার।

তবে বোরো কেনা বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে বৈঠক সূত্রে জানা গেছে।

খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশারফ হোসেন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, খাদ্য প্রতিমন্ত্রী নুরুজ্জামান প্রমুখ।

বৈঠক শেষে খাদ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, আন্তর্জাতিক বজারে গমের দাম কম হলেও তার মান সন্তোষজনক না হওয়ায় জাহাজ ফেরত পাঠানো হচ্ছে। কৃষককে সহায়তার জন্য বেশি দামে ভালো গম কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

খাদ্যমন্ত্রী বলেন,  এ বছর গম উৎপাদিত হয়েছে ১৩ লাখ ৯৮ হাজার মেট্রিক টন।   এবার প্রতি কেজি গম উৎপাদনে খরচ হয়েছে ২৭ টাকা, গম সংগ্রহ করা হবে ২৮ টাকা দরে। আগামী ১০ এপ্রিল থেকে শুরু হয়ে ৩১ মে পর্যন্ত সংগ্রহ অভিযান চলবে।

খাদ্যমন্ত্রী বলেন, সভার সিদ্ধান্ত মোতাবেক আগামী জুলাই থেকে ৫০ লাখ হতদরিদ্র পরিবারকে সুলভ মূল্যে চাল বা গম প্রদান করা হবে। প্রতিটি পরিবারকে ৩০ কেজি করে চাল বা গম দেওয়া হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, খুব শিগগিরই ইউনিয়ন পর্যায়ে ওএমএস কার্যক্রম চালু করা হবে।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৬
আরএম/এমএন/এএসআর

** ভিজিএফ কার্ড বাতিল করছে সরকার

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।