ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

লাখ ছাড়া‌লো মাথা‌পিছু আয়, জি‌ডি‌পি প্রবৃ‌দ্ধি ৭.০৫

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৯ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৬
লাখ ছাড়া‌লো মাথা‌পিছু আয়, জি‌ডি‌পি প্রবৃ‌দ্ধি ৭.০৫

ঢাকা: ২০১৫-২০১৬ অর্থবছ‌রে মোট অভ্যন্তরীণ উৎপাদন বা জিডিপির প্রবৃদ্ধি ৭ দশ‌মিক শূন্য ৫ হয়েছে।

আর মাথাপিছু আয় বেড়েছে ১ হাজার ৪৬৬ ডলার, যা বাংলা‌দেশি মুদ্রায় প্রায় ১ লাখ ১৪ হাজার ৫০৭ টাকা।

আগে মাথাপিছু আয় ছিলো ১ হাজার ৩১৬ ডলা‌র।

মঙ্গলবার (০৫ এপ্রিল) শে‌রে বাংলানগর এনই‌সি স‌ম্মেলন ক‌ক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনই‌সি) সভা সূত্র বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছে। এক বছর পর প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার সভাপ‌তিত্বে এ সভা অনু‌ষ্ঠিত হয়।

সূত্র বলছে, বাজেটে জিডিপির লক্ষ্যমাত্রা ছিল ৭ শতাংশ।   তবে এবার সে লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে। যা কোনো নির্বাচিত সরকারের আমলে এটাই রেকর্ড জিডিপি। তবে তত্ত্বাবধায়ক সরকা‌রের আমলে ২০০৬-২০০৭ অর্থবছরে জি‌ডি‌পি প্রবৃ‌দ্ধি হ‌য়ে‌ছিল ৭ দশ‌মিক ০৬ শতাংশ।

বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৬
এমআইএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।