ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আরএডিপি ৯১ হাজার কোটি

সাত খাতের অর্ধেক টাকা এখনও পকেটে

মফিজুল সাদিক, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৬
সাত খাতের অর্ধেক টাকা এখনও পকেটে

ঢাকা: দেশের ২৭টি উন্নয়ন খাতে ৯১ হাজার কোটি টাকার সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (আরএডিপি) অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)। এছাড়ও স্বায়ত্ত্বশাসিত সংস্থায় ২ হাজার ৮৯৪ কোটি টাকা অনুমোদন দেওয়া হয়েছে।

সব মিলিয়ে মোট ৯৩ হাজার ৮৯৪ কোটি টাকার   মূল আরএডিপি অনুমোদন দেওয়া হয়েছে। প্রায় এক হাজার ৩০০ প্রকল্পের বিপরীতে এ অর্থ ব্যয় করা হবে।

তবে ২০১৫-১৬ অর্থবছরের মার্চ মাস পযর্ন্ত নয় মাসে আরএডিপি’তে দেশের সাতটি বড় খাতে বাস্তবায়নের হার ৫০ শতাংশও অতিক্রম করতে পারেনি। বরাদ্দের অর্ধেক অর্থ এসব বিভাগের পকেটেই রয়ে গেছে।  

মঙ্গলবার (০৫ এপ্রিল) রাজধানীর শেরেবাংলা নগর এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের(আইএমইডি) দেওয়া তথ্য প্রকাশ করা হয়।

আইএমইডি’র দেওয়া তথ্যে দেখা গেছে, সেতু বিভাগে মোট বরাদ্দ রয়েছে ৭ হাজার ৬৭০ কোটি ১৯ লাখ টাকা। কিন্তু চলতি বছরের নয় মাসে খরচ হয়েছে মাত্র ২৮ শতাংশ। অন্যদিকে রেলপথ মন্ত্রণালয় ৩২ শতাংশ, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় ৩৫ শতাংশ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ৪৮ শতাংশ, শিক্ষা মন্ত্রণালয় ৪৫ শতাংশ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ৩১ শতাংশ ও পানিসম্পদ মন্ত্রণালয় ৯ মাসে মাত্র ৩২ শতাংশ খরচ করতে পেরেছে।

তবে বড় মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে প্রকল্প বাস্তবায়ন ও খরচের হার সর্বোচ্চ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ৫২ শতাংশ। এছাড়া ৫০ শতাংশের বেশি আরএডিপি বাস্তবায়নের হার স্থানীয় সরকার বিভাগে ৫৪ শতাংশ ও বিদ্যুৎ  বিভাগে ৫১ শতাংশ।

২০১৫-১৬ অর্থবছরে আরএডিপিতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে পরিবহনে ১৯ হাজার ৬৭৪ কোটি ৭৮ লাখ টাকা। এরপর বিদ্যুৎ বিভাগে ১৫ হাজার ২৯৫ কোটি টাকা, ভৌত পরিকল্পনা, পানি সরবরাহ ও গৃহায়নে ৯ হাজার ৫১১ কোটি টাকা, শিক্ষায় ৯ হাজার ৯০১ কোটি টাকা ও পল্লী উন্নয়নে ৮ হাজার ১২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

এর আগে ২৭টি উন্নয়ন খাতে মূল এডিপি’তে ৮৮ হাজার  কোটি টাকা এবং স্বায়ত্ত্বশাসিত সংস্থায় মোট ৯০ হাজার ৮৯৪ কোটি ৬৮ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল।

মঙ্গলবারের এনইসি সভায় আরও তিন হাজার কোটি টাকার আরএডিপি অনুমোদন দেওয়া হয়। এক বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
 
বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৬
এমঅাইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।