ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বেসিক ব্যাংকের জিএমকে গ্রেফতার করেছে দুদক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৬
বেসিক ব্যাংকের জিএমকে গ্রেফতার করেছে দুদক

ঢাকা: রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংকের মহাব্যবস্থাপক (জিএম) জয়নাল আবেদিনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) টিম। ব্যাংকটির এ কর্মকর্তা বেসিক ব্যাংকের ঋণ জালিয়াতি মামলার আসামি।

 

মঙ্গলবার (০৫ এপ্রিল) দুপুরে সেনা কল্যাণভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে একটি টিম তাকে গ্রেপ্তার করে। উল্লেখ্য, সেনা ভবনেই বেসিক ব্যাংকের মূল কার্যালয়।

প্রসঙ্গত, বেসিক ব্যাংক কেলেঙ্কারিতে গত বছরের ২১, ২২ ও ২৩ সেপ্টেম্বর এ তিন দিনে ৫৬টি মামলা করেছেন দুদকের অনুসন্ধান দলের সদস্যরা। রাজধানীর মতিঝিল, পল্টন ও গুলশান থানায় এসব মামলা দায়ের করে দুদক। ৫৬টি মামলায় মোট আসামি ১২০জন। মামলাগুলোতে মোট ২ হাজার ৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

আসামিদের মধ্যে বেসিক ব্যাংকের কর্মকর্তা ২৬ জন। বাকি ৯৪জন আসামি ঋণগ্রহীতা ৫৪ প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী এবং সার্ভে প্রতিষ্ঠানের। ব্যাংকার ও ঋণগ্রহীতাদের অনেকেই একাধিক মামলায় আসামি হয়েছেন। এর আগে সাতজনকে দুদক গ্রেফতার করেছে।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৬
এডিএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।