ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এজি মটরস নিয়ে এসেছে ফরাসি ব্র্যান্ড পঁজো

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১০ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৬
 এজি মটরস নিয়ে এসেছে ফরাসি ব্র্যান্ড পঁজো ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আনোয়ার গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান এজি মটরস বাংলাদেশে নিয়ে আসছে বিখ্যাত ফরাসি পঁজো ব্র্যান্ডের নতুন মডেল ও ডিজাইনের গাড়ি।

মঙ্গলবার (৫ এপ্রিল) রাতে রাজধানীর হোটেল ওয়েস্টিনে এজি মটরস ও পঁজো’র মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে।



এজি মটরসের ব্যবস্থাপনা পরিচালক হোসাইন খালেদ ও পঁজো’র হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং দিদিয়ের রিচার্ড চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে হোসাইন খালেদ বলেন, বাংলাদেশে বিখ্যাত ব্র্যান্ডের গাড়ি আনতে চাচ্ছি। এর ফলে বাংলাদেশের মানুষ সহজেই বিশ্বমানের গাড়ি চালানোর অভিজ্ঞতা পেতে পারবে।

তিনি বলেন, বাংলাদেশে অর্থনৈতিক অগ্রগতির হচ্ছে, মধ্যম আয়ের দেশের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এর ফলে মানুষের বিলাসবহুল গাড়ির চাহিদা বাড়ছে। বাংলাদেশে গাড়ি আমদানিতে ১৩০ শতাংশ শুল্ক থাকলেও গাড়ির চাহিদা রয়েছে। পঁজো’র গাড়িগুলো বাজারের অন্য গাড়ির চেয়ে আরামদায়ক ও সহনীয় মূল্যের।

খালেদ বলেন, পঁজো’র ২০০৮ সালের এসইউবি মডেল, সিডেন এ দুটো মডেলের গাড়ি প্রথমে আমদানি করা হবে। এছাড়া মাইক্রোবাসও আনা হবে। গাড়ির বিক্রির পর সার্ভিসিং সুবিধা থাকবে। এজন্য উত্তরায় একটি সার্ভিসিং সেন্টার খোলা হয়েছে। তেজগাঁওতে আরো একটি খোলা হবে।

 আগামী ৫ থেকে ৬ মাসের মধ্যে এসব গাড়ি বাংলাদেশে আসবে। প্রাথমিকভাবে ঢাকায় শো-রুম করা হবে। অন্য গাড়ির চেয়ে ভোক্তারা বেশি সুবিধা পাবে বলে জানান তিনি।

দিদিয়ের রিচার্ড বলেন, ক্রেতার চাহিদা অনুযায়ী কোয়ালিটি ও সাধ্যের মধ্যে পঁজো বাংলাদেশে এসব গাড়ি আমদানি করবে।

পঁজো যেসব গাড়ি আমদানি করবে সেসব গাড়ি অন্য গাড়ির চেয়ে জ্বালানি সাশ্রয়ী, দূষণরোধী। যানজটে থাকলেও ইঞ্জিনে সমস্যা হবে না বলেও জানান তিনি।

দু’বছরের ওয়ারেন্টি থাকবে। এছাড়া পার্টস, সার্ভিসিং সুবিধা থাকবে। পঁজো ১৬০টি’র বেশি দেশে এর বিক্রয় কেন্দ্র রয়েছে বলেও জানান তিনি।

ফরাসি রাষ্ট্রদূত সোফি অবার্ট বলেন, বাংলাদেশের অর্থনীতি বিস্ময়কর গতিতে এগিয়ে চলেছে। বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে বন্ধুত্বপূর্ণ ব্যবসায়িক সম্পর্ক রয়েছে।

বাংলাদেশ পোশাক খাত বিশ্বে খ্যাতি অর্জন করেছে। আইসিটি খাতেও এগিয়ে যাচ্ছে। অর্থনৈতিক অগ্রগতিতে ফ্রান্স সব সময় পাশে রয়েছে, থাকবে বলে জানান তিনি।

তিনি বলেন, বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হচ্ছে। অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে মানুষের চাহিদাও বাড়ছে। পঁজো’র এসব গাড়ি মানুষের রুচির পরিবর্তন করবে।

বাংলাদেশ সময়: ০০৪৭ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৬
আরইউ/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।