ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বগুড়ায় আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৬
বগুড়ায় আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: উত্তরাঞ্চলের প্রাণকেন্দ্র শিল্পনগরীখ্যাত বগুড়ায় শুরু হয়েছে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা। বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে ও জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় চলবে এ মেলা।



রোববার (১০ এপ্রিল) বিকেলে শহরের কামারগাড়ী এলাকায় আয়োজিত মাসব্যাপী এ মেলার উদ্বোধন করা হয়।

জেলা প্রশাসক (ডিসি) আশরাফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার শুভ উদ্বোধন করেন।

বগুড়া চেম্বার অব কমার্সের সভাপতি মাসুদুর রহমান মিলনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন সিআইপি, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (পূর্ব) আরিফুর রহমান মণ্ডল।

এছাড়া অনুষ্ঠানে বগুড়া চেম্বার অব কমার্সের সহ-সভাপতি এনামূল হক দুলাল, নবম বগুড়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা উপ-কমিটির আহ্বায়ক মাহফুজুল ইসলাম রাজ, জেলা চামড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকার, জেলা মোটর মালিক গ্রুপের সাবেক সভাপতি আখতারুজ্জামান ডিউক, পৌরসভার কাউন্সিলর মার্জিযা হাসান রুমকি, মেসার্স শুকরা এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী আব্দুর মান্নান, মেলার পরিচালক মো. বাদল প্রমুখ উপস্থিত ছিলেন।

এবছর মেলার সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পেয়েছে বেনারসি উইভার্স প্রাইভেট লিমিটেড।

মেলা ব্যবস্থাপনার দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানের পরিচালক মো. বাদল বাংলানিউজকে জানান, মেলায় মোট ৭০টি প্যাভিলিয়ন ও স্টলে দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্য কেনাকাটার সুযোগ পাবেন ক্রেতা সাধারণ। মেলায় প্রবেশ মূল্য রাখা হয়েছে ১০টাকা। তবে ৮বছরের কম বয়সী শিশু ও প্রতিবন্ধীদের মেলায় প্রবেশ করতে কোন প্রবেশ মূল্য লাগবে না।

বিভাগীয় শহরগুলো ছাড়া দেশে কেবল দু’টি জেলা শহরে আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজনের অনুমোদন রয়েছে। এরমধ্যে বগুড়া ও পার্বত্য চট্টগ্রাম জেলার নাম রয়েছে।
 
বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৬
এমবিএইচ/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।