ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘বিশ্বব্যাংক নিজের তথ্য নিজেরাই বিশ্বাস করে না’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৬
‘বিশ্বব্যাংক নিজের তথ্য নিজেরাই বিশ্বাস করে না’ ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: বিশ্বব্যাংকের সমালোচনা করে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘বিশ্বব্যাংক আমাদের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে নানা সময় নানা তথ্য দিয়ে থাকে। তাদের (বিশ্বব্যাংক) তথ্য তারা নিজেরাই বিশ্বাস করে না।

মঙ্গলবার (১২ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলনে কক্ষে একনেক বৈঠক শেষে মন্ত্রী এসব কথা বলেন।

২০১৫-১৬ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৭ দশমিক ০৫ শতাংশ হবে বলে সম্প্রতি তথ্য প্রকাশ করেছে সরকার। কিন্তু বিশ্বব্যাংক বলছে প্রবৃদ্ধি ৬ দশমিক ৩ শতাংশ হবে।

বিশ্বব্যাংকের দেয়া তথ্যে ক্ষুব্ধ হয়ে মন্ত্রী বলেন, ‘বিশ্বব্যাংকের কোনো ডাটা ব্যাংক নেই। তারা এসব তথ্য কোথায় পেয়েছে। ডাটা নিতে হলে আমার কাছে আসতে হবে। আমার কাছে সমস্ত তথ্য আছে। আমরা দেখেছি আমাদের প্রবৃদ্ধি নিয়ে তারা বিভিন্ন সময় বিভিন্ন তথ্য দিয়েছে। বিশ্বব্যাংক সব সময় আমাদের নিয়ে কম কম বলে। কিন্তু যখন অর্জন করি তখন আমাদের তথ্য মেনে নেয়। ’

আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘সরকারি চাকরিজীবীদের বেতন বেড়েছে। দেশে সকল ফসলের উৎপাদন বেড়েছে তাহলে কেন প্রবৃদ্ধি কম হবে। আমাদের বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়নের হারও বেড়েছে। আমি জোর দিয়ে বলতে পারি তিন মাস পরে আরও একটি চূড়ান্ত ফিগার দেব, তাতে জিডিপি প্রবৃদ্ধি ৭ দশমিক ০৫ থেকেও বাড়বে। সব কিছুই ভালোমতো চলছে। সামনে রেমিটেন্স ১৫ বিলিয়ন ডলার ছাড়াবে। ’

তোড়জোড় করে জিডিপি প্রবৃদ্ধি বেশি দেখানো হয়েছে বলে মন্তব্য করেছে বিএনপি। বিএনপির এই বক্তব্যের সমালোচনা করে মন্ত্রী বলেন, ‘বিএনপি দেশের জন্য কি করেছে দেশবাসী সবাই দেখেছে। তাদের সময় শুধু নাই নাই ভাব ছিলো। তাদের সময় বিদ্যুৎ গ্যাসের জন্য সাধারণ মানুষ ঝাড়ু নিয়ে মিছিল করেছে। ’

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৬
এমআইএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।