ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রাকাব কর্মকর্তাদের মধ্যে সনদপত্র বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৬
রাকাব কর্মকর্তাদের মধ্যে সনদপত্র বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: বুনিয়াদি প্রশিক্ষণ শেষে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) নব নিয়োগপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়েছে।

 

মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে এ সনদপত্র দেওয়া হয়।

রাকাব প্রশিক্ষণ ইনস্টিটিউটে ছয় সপ্তাহব্যাপী আয়োজিত এই প্রশিক্ষণ কোর্সে ৪০ জন ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মকর্তা প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাকাব প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. মোজাম্মেল হক।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এম. শাহ্ নওয়াজ আলি। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মনজুর আহমদ এবং রাকাব প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক (প্রশাসন) আবদুল লতিফ।

এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রশিক্ষণ ইনস্টিটিউটের অনুষদ সদস্য মবিনুর রশিদ সরকার, রণজিৎ কুমার সেন ও এস এম আহসানউল্লাহ।

অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে নিজেদের একজন দক্ষ ব্যাংকার হিসেবে গড়ে তোলার আহ্বান জানান ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এম. শাহ্ নওয়াজ আলি।

এ সময় তিনি ব্যাংকের সব গ্রাহককে সর্বোত্তম সেবা  নিশ্চিত করার পাশাপাশি ব্যাংকের ভাবমূর্তি উন্নয়ন এবং সেই সঙ্গে ব্যাংকটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সর্বাত্মক সেবা ও একাগ্রতার সঙ্গে কাজ করার জন্য নবীন কর্মকর্তাদের পরামর্শ দেন।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৬
এসএস/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।