ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বগুড়ায় বাণিজ্য মেলা

২০-৩০ টাকায় রকমারি পণ্য!

বেলাল হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৩ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৬
২০-৩০ টাকায় রকমারি পণ্য! ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: ‘দামদর পরে। আগে জিনিস পছন্দ করেন।

জিনিস পছন্দ হলে দামদরে ঠেকবে না। ’ দোকানের সামনে দাঁড়িয়ে এভাবেই ক্রেতাদের আকৃষ্ট করতে চাইছেন বিক্রেতারা। স্টলে পণ্যের পসরার সঙ্গে দামের তালিকাও সাজিয়ে রাখা হয়েছে।

তালিকার একপাশে রাখা প্রত্যেকটি জিনিসের দাম মাত্র ২০ টাকা। আর মাত্র ৩০ টাকায় মিলবে অপর পাশে রাখা রকমারি জিনিসপত্র। এসব জিনিসপত্রের মধ্যে রয়েছে- ব্রেসলেট, নেলপলিশ, লিপিস্টিক, ক্লিপ, কানের দুল, চুড়ি, ফিতা, আংটি, চিরুনি, ব্রাশসহ মেয়েদের মেকাপসামগ্রী।

মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকেলে বগুড়া শহরের খামারগাড়ী এলাকায় আয়োজিত মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলায় গিয়ে এ দৃশ্য দেখা গেছে।

সরেজিমনে গিয়ে দেখা যায়, মেলায় নানা আইটেমের পণ্যের পসরা বসিয়েছেন দোকানিরা। এর মধ্যে স্বল্প দামের পণ্যের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় সবচেয়ে বেশি। ঢাকা কসেমেটিকস নামে একটি প্রতিষ্ঠানের সামনের সারিতে সাজিয়ে রাখা হয়েছে বিভিন্ন আইটেমের কসমেটিকস ও সাজসামগ্রী।

দু’টো টেবিলে নানান পণ্য সাজানো হয়েছে। ঠিক মাঝখানে রাখা দু’টুকরো কাগজে লেখা- একদাম ২০/৩০ টাকা।

এরশাদের অধীনে দোকান পরিচালনা করছেন তৌহিদ, সুমন, রাহুল, আরিফ ও জনি। তারা বাংলানিউজকে জানান, ব্রেসলেট, নেলপলিশ, লিপিস্টিক, ক্লিপ, কানের দুল, চুরি, ফিতা, আংটি, চিরুনি, মেকাম সামগ্রীসহ মেয়েদের ব্যবহারের যাবতীয় পণ্য এ দোকানে রয়েছে। প্রত্যেকটি পণ্যের দাম মাত্র ২০ থেকে ৩০ টাকা। মেলার কারণে এসব কসমেটিকস এতো সস্তায় বিক্রি করা হচ্ছে।

বেচাবিক্রি সম্পর্কে তারা বলেন, প্রতিদিন গড়ে ১০-১২ হাজার টাকা বিক্রি হয়। তবে শুক্রবার বেচাকেনা সবচেয়ে বেশি হয়। এদিনে ২৫-৩০ হাজার টাকা পর্যন্ত বেচাকেনা হয়।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলে। মূলত বিকেল থেকে মেলায় দর্শনার্থীর ভিড় শুরু হয়। এছাড়া সারাদিন মেলায় কমবেশি লোকজন আসা-যাওয়া করেন, জানান তারা।

মেলায় আসা কলেজছাত্রী নাফিসা, ইয়াসমিন, ফাতেমা বাংলানিউজকে জানান, তারা মেলায় ঘুরতে এসেছেন। ঘোরার ফাঁকে ফাঁকে বিভিন্ন দোকানে যাচ্ছেন। যার যা পছন্দ হচ্ছে তাই কেনার চেষ্টা করছেন। তবে প্রসাধন ও সাজসামগ্রীর দাম কম হওয়ায় প্রত্যেকেই কিছু না কিছু কিনেছেন।

বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে ও জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় রোববার (১০এপ্রিল) এ আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হয়।  

মেলায় দেশি-বিদেশি মোট ৭০টি প্যাভিলিয়ন ও স্টল রয়েছে।  মেলার প্রবেশ মূল্য ১০টাকা।  তবে প্রতিবন্ধী ও ৮
বছরের কম বয়সী শিশুদের মেলায় প্রবেশ মূল্য ফ্রি।

বাংলাদেশ সময়: ০৪৩৩ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৬
এমবিএইচ/কেআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।