ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কর পরামর্শ প্র‌তিষ্ঠান পিডব্লিউসি’র যাত্রা শুরু বাংলাদেশে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১২ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৬
কর পরামর্শ প্র‌তিষ্ঠান পিডব্লিউসি’র যাত্রা শুরু বাংলাদেশে

ঢাকা: আন্তর্জাতিক মানের কর ও পরামর্শ সেবা দিতে বাংলাদেশে যাত্রা শুরু করলো বহুজাতিক প্রতিষ্ঠান প্রাইস ওয়াটার হাউজ কুপারসের (পিডব্লিউসি) ভারতীয় বিভাগ।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকালে গুলশানের লাইলা টাওয়ারে প্রতিষ্ঠানটির বাংলাদেশ শাখার উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেইক, মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ডেভিড মিলে, পিডব্লিউসির বাংলাদেশের চেয়ারম্যান দীপক কাপুর, পিডব্লিউসির বাংলাদেশের ব্যবস্থাপনা অংশীদার মামুন রশীদ, পিডব্লিউসির বাংলাদেশের পরিচালক অভিজিত মুখার্জি প্রমুখ।

নতুন কান্ট্রি অফিস সম্পর্কে পিডব্লিউসির বাংলাদেশের চেয়ারম্যান দীপক কাপুর বলেন, বাংলাদেশের অর্থনীতি দিন দিন শক্তিশালী হচ্ছে। তাই ঢাকায় অফিস খুলে পূর্ণাঙ্গ কার্যক্রম পরিচালনার জন্য বর্তমান সময়কেই উপযুক্ত হিসেবে মনে করছি। দেশেটির বিভিন্ন বহুজাতিক, বেসরকারি এবং সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করতে পেরে আমরা সত্যিই আনন্দিত।

তিনি আরও বলেন, বাংলাদেশে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে বিশেষ করে সাইবার নিরাপত্তা, কর, ফরেনসিক এবং ডিজিটাল ও অবকাঠামো খাতে ব্যাপক সম্ভাবনা রয়েছে। আমরা বাংলাদেশের মানুষের জীবনমানের উন্নতিতে কাজ করতে চাই, পাশাপাশি স্থানীয় ব্যবসা-বাণিজ্য এবং কর্মক্ষমতা জনগণের জন্য নতুন সুযোগ তৈরিতে ভূমিকা রাখতে চাই।

পিডব্লিউসির বাংলাদেশের পরিচালক অভিজিত মুখার্জি বলেন, আমাদের প্রধান কাজ হবে দেশীয় বাজার এবং বিশ্ববাজার পর্যালোচনার মাধ্যমে দ্রুত গ্রাহকদের জন্য আমাদের সেবাগুলো নির্দিষ্ট করা যাতে আমাদের বড় গ্রাহকেরা প্রতিযোগিতায় এগিয়ে থাকে। এটা আরও বেশি গুরুত্বপূর্ণ কারণ আমরা আশা করছি আমাদের বড় গ্রাহকেরা বাংলাদেশের মতো বাজারে বিনিয়োগের ব্যাপারে অত্যন্ত আগ্রহী।

আগামী ৫ বছরে পিডব্লিউসির স্থানীয়ভাবে বিভিন্ন সেক্টরের (যেমন: ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্সি) ৫০০ জন পেশাদার নিয়োগ এবং তৈরি করার পরিকল্পনা রয়েছে। দক্ষ জনবল তৈরিতে বর্তমানে পিডব্লিউসি ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্টেন্টস অব বাংলাদেশ (আইসিএবি) এর মতো কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে।
 
বাংলাদেশ ছাড়াও বিশ্বের ১৫৭টি দেশে কর ব্যবস্থাপনা ও আর্থিক খাতের পরামর্শক হিসেবে কাজ করছে পিডব্লিউসি। ভারতের নয়টি শহরে তাদের কার্যালয় রয়েছে। সমাজে আস্থা তৈরি এবং গুরুত্বপূর্ণ সমস্যাগুলো সমাধান করাই পিডব্লিউসির লক্ষ্য। সারা বিশ্বে ২ লাখ ৮ হাজারের বেশি কর্মীর মাধ্যমে কর ব্যবস্থাপনা ও আর্থিক খাতের পরামর্শক হিসেবে গুণগত সেবা দিতে পিডব্লিউসি প্রতিশ্রুতিবদ্ধ।

বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৬/আপডেট: ১৩৩৯ ঘণ্টা
এসএম/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।