ঢাকা, সোমবার, ২১ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ভারতীয় ‘আবিষ্কার’ বিনিয়োগ করবে ২০ লাখ মার্কিন ডলার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৪ ঘণ্টা, মে ২৭, ২০১৬
ভারতীয় ‘আবিষ্কার’ বিনিয়োগ করবে ২০ লাখ মার্কিন ডলার

ঢাকা: বাংলাদেশ টেলিকম অপারেটর ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠানে এজেন্ট ভিত্তিক পেমেন্ট সেবা দিয়ে থাকে পেওয়েল নামে পরিচিত ক্লাউডওয়েল। আর এ প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে বিনিয়োগ করবে বিশ্বের অন্যতম বিনিয়োগকারী প্রতিষ্ঠান আবিষ্কার।


 
আবিষ্কার ফ্রন্টিয়ার ফান্ড বাংলাদেশ ছাড়াও শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়ায় বিনিয়োগ করেছে। এটি তাদের তৃতীয় বিনিয়োগ। ২০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করবে প্রতিষ্ঠানটি।
 
আবিষ্কারের বিনিয়োগে ক্লাউডওয়েল এর প্রবৃদ্ধি ও দেশব্যাপী এর সেবার পরিসর বৃদ্ধি পাবে বলে আশা করেছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফাইজুল হামিদ। তিনি বলেন, এই মুহূর্তে আবিষ্কার ফ্রন্টিয়ার ফান্ডের সঙ্গে আমাদের অংশীদারিত্ব বাংলাদেশে রি-টেইল ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের জন্য একটি বড় পদক্ষেপ।
 
২০১২ সালের নভেম্বরে প্রতিষ্ঠিত পেওয়েল বিটুসি (বিজনেস টু কাস্টমার) প্রতিষ্ঠানের মাধ্যমে ইউটিলিটি, টেলিকম, ফিনান্সিয়াল সার্ভিস, ট্রান্সপোর্ট, রি-টেইল এবং ই-কমার্স এর মতো পেমেন্ট সলিউশন দিয়ে থাকে। কোম্পানির তথ্যমতে, দেশের ৩৪ জেলায় ৫ হাজারের বেশি রি-টেইলার রয়েছে ক্লাউডওয়েলের।

আবিষ্কারের সঙ্গে বিনিয়োগের ফলে পেওয়েল বাংলাদেশে তাদের বাজার আরো সম্প্রসারণ করবে। দুই বছরের মধ্যে ৩০ হাজার এজেন্টের একটি নেটওয়ার্ক তৈরির পরিকল্পনা রয়েছে তাদের।
 
আবিষ্কারের অংশীদার সঞ্চয়ন চক্রবর্তী বলেন, একদল দক্ষ উদ্যোক্তা নিয়ে ডিজিটাল অর্থনীতির গতি বৃদ্ধি ও ক্রমবর্ধমান মোবাইল ফিনান্সিয়াল সেবার পরিধি বাড়াতে ক্লাউডওয়েল কাজ করে থাকে। বাংলাদেশে প্রথমবারের মতো ক্লাউডওয়েলের সঙ্গে বিনিয়োগ করতে পেরে আমরা আনন্দিত। আশা করছি, বাংলাদেশের এসএমই ইকোসিস্টেম তৈরিতে আমরা বড় ধরনের ভূমিকা রাখতে পারবো।
 
বাংলাদেশ সময়: ০২২৩ ঘণ্টা, মে ২৭, ২০১৬
এসই/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।