ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ড. এম কবীর হাসানের আইডিবি পুরস্কার লাভ

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৩ ঘণ্টা, জুন ১৩, ২০১৬
ড. এম কবীর হাসানের আইডিবি পুরস্কার লাভ

ঢাকা: যুক্তরাষ্ট্রের নিউ অর্লিন্স বিশ্ববিদ্যালয়ের ইকনোমিক্স অ্যান্ড ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. এম কবীর হাসান ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি) পুরস্কার লাভ করেছেন। ইসলামী অর্থনীতি, ব্যাংকিং এবং ফাইন্যান্স বিষয়ে অসামান্য গবেষণার জন্য তিনি সম্মানজনক এ পুরস্কারে ভূষিত হন।

ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত সম্প্রতি আইডিবি’র ৪১তম বার্ষিক সাধারণ সভায় তাকে এ পুরস্কার প্রদান করা হয়।

ড. এম কবীর হাসান ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ) থেকে প্রকাশিত ইসলামিক ইকনোমিক্স, ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স জার্নালের সম্পাদক।
 
বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত সেমিনারে ৩শ’র বেশি গবেষণাপত্র উপস্থাপন করেছেন ড. এম কবীর হাসান। এছাড়া তিনি ইসলামী অর্থনীতি ও ব্যাংকিং বিষয়ে বিশ্বের বিভিন্ন আসরে বক্তব্য রেখেছেন।

যুক্তরাষ্ট্রের গুস্তাভাস অ্যাডলফস কলেজ থেকে ১৯৮৫ সালে অর্থনীতি ও গণিতে স্নাতক ও নেব্রাস্কা-লিংকন বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৭ সালে এমএ ডিগ্রি লাভ করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯০ সালে ফাইন্যান্সে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ড. হাসান কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে ১৯৭৮ সালে এসএসসি ও ১৯৮০ সালে এইচএসসিতে সম্মিলিত মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেন।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, জুন ১৩, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।