ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রাশিয়া যাচ্ছেন অর্থমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, জুন ১৪, ২০১৬
রাশিয়া যাচ্ছেন অর্থমন্ত্রী

ঢাকা: সরকারি সফরে মঙ্গলবার (১৪ জুন) রাতে রাশিয়া সফরে যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

এদিন রাত সাড়ে ৯ টায় রাশিয়ার বন্দরনগরী সেন্ট পিটার্সবার্গের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তিনি।

অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শাহেদুর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সফরকালে অর্থমন্ত্রী সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠেয় ২০তম সেন্ট পেটারসবার্গ ইন্টারন্যাশনাল ইকোনোমিক ফোরামে (এসপিআইইএফ’১৬) যোগ দেবেন।

আগামী ২০ জুন এমএ মুহিতের দেশে ফেরার কথা রয়েছে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩০ঘণ্টা, জুন: ১৪, ২০১৬
এসই/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।