ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

স্বর্ণের দাম বাড়লো ভরিতে ১২২৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, জুন ১৬, ২০১৬
স্বর্ণের দাম বাড়লো ভরিতে ১২২৫

ঢাকা: ১৫ দিনের ব্যবধানে আবারো বেড়েছে স্বর্ণের দাম।   আগামী ১৮ জুন থেকে নতুন দামে বিক্রি হবে স্বর্ণ।

এর আগে চার দফা বাড়ার পর চলতি বছরের ৩১ মে কমেছিল স্বর্ণের দাম।

বৃহস্পতিবার (১৬ জুন) বাংলাদেশ জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক এনামুল হক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে।

নতুন মূল্য তালিকায় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ৪৭ হাজার ১শ’ ২৩ টাকায়। আগে স্বর্ণের দাম ছিল ৪৫ হাজার ৮শ’ ৯৭ টাকায়। ভরিতে বাড়ানো হয়েছে ১ হাজার ২শ’ ২৫  টাকা।

২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম র্নিধারণ করা হয়েছে ৪৫ হাজার ২৩ টাকা। আগে দাম ছিল ৪৩ হাজার ৮শ’ ৫৬ টাকা। বর্তমানে ভরিতে বাড়ানো হয়েছে ১ হাজার ১শ’ ৬৭ টাকা।

১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ হাজার টাকা কমায় বিক্রি হবে ৩৮ হাজার ৬শ’ ৮ টাকায়। আগে দাম ছিল ৩৭ হাজার ৬শ’ ১৬ টাকা। ভরিতে বেড়েছে  ৯শ’ ৯২ টাকা।

সনাতন পদ্ধতিতে স্বর্ণের দাম প্রতি ভরিতে ৭শ’ ৯ টাকা বৃদ্ধি করে নির্ধারণ করা হয়েছে ২৬ হাজার ৮শ’ ২৭ টাকা। আগে ছিল ২৬ হাজার ১শ’ ১৮ টাকা।
 
এছাড়াও প্রতি ভরি রূপার দাম বাড়ানো হয়েছে ৫৮ টাকা। বাজার দর রয়েছে ১ হাজার ১শ’ ৫৮ টাকা ভরি।

এর আগে স্বর্ণের দাম বেড়েছিল চলতি বছরের ৬ মে। প্রতিবারই ভরিতে ১শ’, ২শ’ টাকা করে বাড়ানো হয়েছে চলতি বছরের ১৩ জানুয়ারি, ৬ ফেব্রুয়ারি ও ৭ মার্চ। সর্বশেষ ৩১ মে একবার কমানো হলেও ১৮ জুন থেকে আবার নতুন মূল্যে বিক্রি হবে স্বর্ণ ও রূপা।

বাজুস জানায়, আর্ন্তজাতিক বাজারের সঙ্গে মিল রেখেই দেশের বাজারে স্বর্ণ ও রূপার দাম কমানো-বাড়ানো হয়ে থাকে।

বাংলাদেশ সময়: ১৭২২  ঘণ্টা, জুন ১৬, ২০১৬
এসই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।