ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ফোর্ড গাড়ি কিনলেই ‘হট সামার সেল অফার’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৭ ঘণ্টা, জুন ১৯, ২০১৬
ফোর্ড গাড়ি কিনলেই ‘হট সামার সেল অফার’

ঢাকা: বিশ্বখ্যাত মার্কিন গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান ফোর্ড মোটর কোম্পানি’র ফোর্ড গাড়ি ইতোমধ্যে বাংলাদেশের গ্রাহকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

আর তাই তো দেশের গ্রাহকদের ‍কাছে গরমের মৌসুমে হট সামার সেল নামের এক বান্ডেল অফার নিয়ে হাজির হয়েছে বাংলাদেশে একমাত্র ফোর্ড এর অনুমোদিত ডিলার আনোয়ার গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান এজি অটোমোবাইলস লিমিটেড।

এজি অটোমোবাইলস লিমিটেড’র কনসালট্যান্ট মার্কেটিং তানভীর আহমেদ আদর বাংলানিউজকে এসব তথ্য জানান।

এ বান্ডেল অফারের মধ্যে রয়েছে ফ্রি রেজিস্ট্রেশনসহ আকর্ষণীয় মূল্য ছাড়। এর সঙ্গে আরও থাকছে ক্রয়কৃত যেকোনো ফোর্ড গাড়ি-বিনিময়ের সুযোগ, পাঁচ বছরের ওয়ারেন্টি, ২৪ ঘণ্টা যে কোনো স্থানে তাৎক্ষণিক সেবা, লোন প্রদানের সুবিধাসহ শতভাগ স্পেয়ার পার্টস এর নিশ্চয়তা। তবে ‍এসব সুবিধা পেতে কিছু শর্ত রয়েছে।

গাড়ি ক্রয় পরবর্তী সকল সুবিধা প্রদান করবে এই অফার। এছাড়া এটি গাড়ির পুনঃ বিক্রয়ের ক্ষেত্রে গ্রাহকের দুশ্চিন্তা দূর করবে। এই সুযোগটি পাওয়া যাবে ১৩ জুলাই ২০১৬ পর্যন্ত।

এছাড়া গ্রাহকদের জন্য রাজধানীর উত্তরায় রয়েছে এজি অটোমোবাইলস লিমিটেড’র অত্যাধুনিক সার্ভিস সেন্টার।

বাংলাদেশ সময়: ০৮৬ ঘণ্টা, জুন ১৭, ২০১৬
একে/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।