ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

শ্রমিক কল্যাণ তহবিলে যমুনা অয়েল ও বিএটি’র লভ্যাংশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, আগস্ট ২, ২০১৬
শ্রমিক কল্যাণ তহবিলে যমুনা অয়েল ও বিএটি’র লভ্যাংশ

ঢাকা: শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে লভ্যাংশের নয় কোটি ৭৬ লাখ টাকা দিয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ও যমুনা অয়েল কোম্পানি লিমিটেড।

মঙ্গলবার (২ আগস্ট) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুর কাছে প্রতিষ্ঠান দু’টির প্রতিনিধিরা আলাদাভাবে লভ্যাংশের চেক হস্তান্তর করেন।

 

যমুনা অয়েল কোম্পানির উপ-ব্যবস্থাপক (অর্থায়ন) নাজমুল হক প্রতিমন্ত্রীর হাতে তিন কোটি ১৯ লাখ এবং ব্রিটিশ আমেরিকার টোব্যাকোর পরামর্শক (করপোরেট অ্যাফেয়ার্স) আখতার এ খান ছয় কোটি ৫৭ লাখ টাকার চেক হস্তান্তর করেন।
 
শ্রম সচিব মিকাইল শিপার ও উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন।
 
২০০৬ সালের শ্রম আইন (২০১৩ সালে সংশোধিত) অনুযায়ী, উৎপাদনশীল প্রতিষ্ঠানের এক বছরের নিট লভ্যাংশের পাঁচ শতাংশের মধ্যে চার শতাংশ অর্থ নিজ কোম্পানির শ্রমিকদের জন্য বরাদ্দ থাকে।
 
বাকি এক শতাংশের অর্ধেক প্রতিষ্ঠানের নিজস্ব শ্রমিক কল্যাণ তহবিলে এবং বাকি অর্ধেক শ্রম মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে জমা দিতে হয়।
 
বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৬
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।