ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ব্র্যাককে ৪০৪ কোটি ২০ লাখ টাকা কর দিতে হবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৬
ব্র্যাককে ৪০৪ কোটি ২০ লাখ টাকা কর দিতে হবে

ঢাকা: বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি (ব্র্যাক) কর অব্যাহতি পাওয়ার যোগ্য বলে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করেছেন আপিল বিভাগ।
 
ফলে ব্র্যাককে ৪০৪ কোটি ২০ লাখ টাকার কর জাতীয় রাজস্ব বোর্ডকে দিতে হবে।

এ বিষয়ে কমিশনার অব  ট্যাক্সেস (জোন-৫) এর করা আপিল মঞ্জুর করে বুধবার (০৩আগস্ট) রায় দেন আপিল বিভাগ।  

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাশেদ জাহাঙ্গীর শুভ্র। ব্র্যাকের পক্ষে ছিলেন আসাদুজ্জামান।

পরে রাশেদ জাহাঙ্গীর শুভ্র সাংবাদিকদের বলেন, ব্র্যাকের প্রদেয় আয়কর অব্যাহতিযোগ্য নয় বলে আপিল বিভাগ ১১টি আপিল মঞ্জুর করে রায় দিয়েছেন। এর ফলে ১১টি করবর্ষের জন্য আয়কর বাবদ ট্যাক্সেস আপিল ট্রাইব্যুনাল কর্তৃক নির্ধারিত ৪০৪ কোটি ২০ লাখ ৫৮ হাজার ৮৯২ টাকা ব্র্যাককে পরিশোধ করতে হবে।

১৯৯৩-৯৪ করবর্ষ থেকে ২০১১-১২ করবর্ষ পর্যন্ত মোট ১১টি করবর্ষে ডেপুটি কমিশনার ট্যাক্স কর আদেশ প্রণয়ন করে ৪০৪ কোটি ২০ লাখ ৫৮ হাজার ৮৯২ টাকার দাবিনামা জারি করে।

এর বিপরীতে ব্র্যাক আপিলেট কমিশনার ও ট্যাক্সেস অ্যাপিলেট ট্রাইব্যুনালে আবেদন করে ব্যর্থ হয় ব্র্যাক। এর বিরুদ্ধে ব্র্যাক হাইকোর্টে পৃথক ইনকাম ট্যাক্স রেফারেন্স আপিল করে। এসব রেফারেন্স আপিলের ওপর শুনানি শেষে ২০১৪ সালের ১৪ ডিসেম্বর হাইকোর্ট ব্র্যাককে জনহিতকর প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করে করের টাকা পরিশোধের দায় থেকে অব্যাহতি দেয়।  

এর বিরুদ্ধে এ বিষয়ে কমিশনার অব  ট্যাক্সেস (জোন-৫)  আপিল  করে। বুধবার তাদের আপিলে মঞ্জুর করে আপিল বিভাগ।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৬
ইএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।