ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিও হিসাবের অর্থ হস্তান্তর করলো বিএসইসি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৬
বিও হিসাবের অর্থ হস্তান্তর করলো বিএসইসি ছবি: বাংলানিউজ

ঢাকা: বিও অ্যাকাউন্ট মেইনটেন্যান্স ফি বাবদ প্রাপ্ত সরকারি অংশের চেক হস্তান্তর করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (৩ আগস্ট) সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে চেক হস্তান্তর করেন বিএসইসি’র চেয়ারম্যান ড. এম. খায়রুল হোসেন।



সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের ২০১৫-১৬ অর্থবছরের ফি বাবদ ৬১ কোটি ৩৫ লাখ ২ হাজার ৪শ’ টাকা সরকারি কোষাগারে জমা দেয়। ১৯ কোটি ২৭ লাখ ৯৩ হাজার ২শ’ টাকা, ২২ কোটি ৮১ লাখ ৩১ হাজার টাকা এবং ১৯ কোটি ২৫ লাখ ৭৮ হাজার ২শ’ টাকার তিনটি চালানের মাধ্যমে এ অর্থ জমা করা হয়।

এসময় বিএসইসি’র কমিশনার অধ্যাপক মো. হেলাল উদ্দিন নিজামী, মো. আমজাদ হোসেন, মো. আ. সালাম সিকদার, ড. স্বপন কুমার বালা এবং কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৬
এসই/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।