ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

না’গঞ্জ নদী বন্দরে রাজস্ব আদায় বেড়েছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৬
না’গঞ্জ নদী বন্দরে রাজস্ব আদায় বেড়েছে

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ নদী বন্দরে গেল দুই অর্থবছরে রাজস্ব আদায় বেড়েছে প্রায় ৭২ কোটি টাকা। দু’বছর আগে যেখানে রাজস্ব আদায় ছিল ৩৪ কোটি ৮৭ লাখ টাকা, সেখানে গেল দুই অর্থবছরে রাজস্ব আদায় হয়েছে ১০৬ কোটি ৬১ লাখ টাকা।

শনিবার (০৬ আগস্ট) বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক একেএম আরিফউদ্দিন বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি জানান, শীতলক্ষ্যা, ধলেশ্বরী, মেঘনা এবং সুরমা নদীর তীরে প্রতিষ্ঠিত বিভিন্ন নদী বন্দরের তীরভূমিতে ১৯টি সিমেন্ট ফ্যাক্টরি গড়ে উঠেছে। এদের অধিকাংশ সিমেন্ট ফ্যাক্টরি নদীর তীরে নির্মিত জেটি দিয়ে নৌ-পথে পরিবাহিত সিমেন্টের কাঁচামাল লোড-আনলোড করে থাকে। এছাড়া নদী তীরবর্তী বিভিন্ন ওয়েল অ্যান্ড সুগার মিল, পেপার মিল, ডকইয়ার্ডসহ বিভিন্ন শিল্পকারখানা রয়েছে।

বন্দর আইন অনুযায়ী প্রতি টন মালামাল উঠানামার জন্যে নির্দিষ্ট হারে ল্যান্ডিং শিপিং চার্জ নৌ-বন্দর কর্তৃপক্ষকে পরিশোধ করতে হয়। বন্দর রাজস্ব আয়ের এটি একটি বড় খাত। এছাড়া ফোরশোর ফি আদায়, লঞ্চঘাট ফি, টার্মিনাল ফি, মালামাল লোড-আনলোডের ফি, গুদাম ভাড়া, তৈল কোম্পানির প্রু-পুট চার্জ নেওয়ার মাধ্যমে রাজস্ব আদায় করা হয়ে থাকে।

এছাড়া নারায়ণগঞ্জ নদী বন্দরের আওতাধীন ৫৪টি লঞ্চ, ফেরিঘাট ও লেবার হ্যান্ডলিং পয়েন্টের মাধ্যমে রাজস্ব আদায় বেড়েছে।

২০১৩-১৪ অর্থ বছরে রাজস্ব আদায় হয়েছিল ৩৪ কোটি ৮৭ লাখ ৮৫ হাজার ৭৮৭ টাকা। ২০১৪-১৫ অর্থ বছরে রাজস্ব আদায় হয়েছিল ৫২ কোটি ৯৪ লাখ ৩৩ হাজার ৬৬৬ টাকা। ২০১৫-১৬ অর্থ বছরে রাজস্ব আদায় হয়েছে ৫৩ কোটি ৬৭ লাখ ৮৩৬ টাকা। গেল দুই বছরে রাজস্ব আদায় হয়েছে ১০৬ কোটি ৬১ লাখ ৩৪ হাজার ৫০২ টাকা। অর্থাৎ দুই বছরে রাজস্ব আদায় বেড়েছে ৭১ কোটি ৭৩ লাখ ৪৮ হাজার ৭১৫ টাকা।

একেএম আরিফউদ্দিন বলেন, ২০১৫ সালের ১৯ মার্চ নারায়ণগঞ্জ নদী বন্দরে যোগদান করি। বিগত সময়ে মামলা মোকদ্দমাসহ বিভিন্ন অজুহাতে টেন্ডার বিহীন অবস্থায় ঘাটগুলো পরিচালিত হতো। গেল দু’বছরে তারা ওইসব বাধা উপেক্ষা করে প্রতিযোগিতার মাধ্যমে ইজারায় স্বচ্ছতা ফিরিয়ে আনার চেষ্টা করেছি।

এছাড়া যেসব প্রতিষ্ঠান ঠিকমতো রাজস্ব দিতো না তাদের থেকে রাজস্ব আদায়ে জোর পদক্ষেপ নিয়েছি। যে কারণে গেল দুই বছরে রাজস্ব আদায় বেড়েছে বহুগুণ।

বর্ধিত রাজস্ব নৌপথ উন্নয়ন ও সংরক্ষণ এবং নৌ স্থাপনাদির উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৬
জিসিপি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।