ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

৩০ হাজার টন সার কিনছে সরকার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৬ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৬
৩০ হাজার টন সার কিনছে সরকার

ঢাকা: কৃষি উৎপাদনে এমওপি সারের চাহিদা প‍ূরণে ৩০ হাজার টন সার কেনার কথা ভাবছে সরকার। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মাধ্যমে রাশিয়া থেকে এসব সার আমদানি করা হবে।



এতে মোট ব্যয় হবে প্রায় ৫৪ কোটি ৫৯ লাখ ৭৬ হাজার ৯শ’ টাকা। সে অনুযায়ী, প্রতি টনের দাম নির্ধারণ করা হয়েছে ২৩০ দশমিক ৩৭ ডলার বা ১৮ হাজার ২৩২ টাকা এবং প্রতি কেজি সারের দাম ১৮ দশমিক ২৩ টাকা।

এ বিষয়ে একটি প্রস্তাবনা অনুমোদনের জন্য সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে তোলা হবে।
২০১৬-১৭ অর্থবছরে প্রায় ৮ লাখ টন সারের চাহিদা প‍ূরণে বিএডিসি রাশিয়া, কানাডা ও বেলারুশ থেকে ৫ দশমিক ৪০ লাখ টন সার আমদানি করবে।

প্রথম পর্যায়ে রাশিয়া থেকে ১ দশমিক ৮০ লাখ টন সার আমদানি করা হবে। পরবর্তীতে কানাডা ও বেলারুশ থেকে একইভাবে এমওপি সার আমদানি করা হবে।

বাংলাদেশ সময়: ২২১১ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৬
এসই/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।