ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য আইডিএলসির ইজি ইনভেস্ট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৬
ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য আইডিএলসির ইজি ইনভেস্ট

ঢাকা: ক্ষুদ্র বিনিয়োগকারীদের বাজার ঝুঁকি কমানোর মাধ্যমে যথাযথ মুনাফা লাভের জন্য মাসিক বিনিয়োগ স্কিম ‘ইজি ইনভেস্ট’ চালু করেছে নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসির সহযোগী প্রতিষ্ঠান আইডিএলসি ইনভেস্টমেন্টস।

মঙ্গলবার (৯ আগস্ট) রাজধানীর একটি হোটেলে স্কিমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. এ বি মির্জা আজিজুল ইসলাম।

এ সময় তিনি বলেন, মার্কেট সিস্টেমে গ্রাহক গুরুত্বপূর্ণ ভেবেই আইডিএলসি এই স্কিম এনেছে।

বিনিয়োগকারীদের ভালো কোম্পানি ও প্রতিষ্ঠান দেখে বিনিয়োগ করারও আহ্বান জানান তিনি।
 
আইডিএলসি ইনভেস্টমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুজ্জামান বলেন, দীর্ঘ মেয়াদী এফডিআরের চেয়ে ব্লু চিপ স্টক-এ বিনিয়োগ করলে আরও অধিক মুনাফা পাওয়া সম্ভব। বর্তমানে মুদ্রাস্ফীতি ও এফডিআরের হার প্রায় সমান। এ পরিপ্রেক্ষিতে এফডিআরে বিনিয়োগের মাধ্যমে যথেষ্ট মুনাফা করা অসম্ভব।

নতুন এই স্কিম নিয়মিত আয়ের মানুষের একটি ভালো সুযোগ তৈরি করে দিতে পারে। কারণ কষ্টার্জিত আয় থেকে বিনিয়োগ করার সুযোগ খুবই সীমিত। সন্তানের পড়ালেখা, বিবাহের খরচ, ভ্রমণ খরচ, সম্পত্তি ক্রয়ে ইত্যাদি দীর্ঘ ও মধ্যমেয়াদী আর্থিক লক্ষ্য পূরণের ক্ষেত্রে এই বিনিয়োগ স্কিমটি গ্রহণ করা যায়।

আইডিএলসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক আরিফ খান বলেন, আইডিএলসির নতুন নতুন সেবা উদ্ভাবনের মাধ্যমে মানুষের জীবনযাত্রার পরিবর্তন আনা সম্ভব হয়েছে। আমাদের নতুন এই সেবাটি যেভাবে সাজানো হয়েছে যাতে সমাজের স্বল্প আয়ের মানুষ স্কিমের প্রতি আকৃষ্ট হয়।

এছাড়াও অতীতে বাজারের অধিক পতনের ফলে আশাহতদের বাজারমুখী করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

ইজি ইনভেস্ট’র অ্যাকাউন্ট খুলতে ব্যয় হবে ৫শ’ টাকা। বছর শেষে পোর্টফোলিওর ওপর ৩ শতাংশ ব্যবস্থাপনা ফি। ব্রোকারেজ ফি শূন্য দশমিক ৫ শতাংশ লেনদেনের পরিমাণের ওপর। ইন্স্যুরেন্স প্রিমিয়াম প্রতি বছর ৭৪ টাকা। সিডিবিএল চার্জ ৫শ’ টাকা প্রতি বছর। লেট পেমেন্ট ফি ৫০ টাকা প্রতিমাসে।
এই ফান্ডের মাধ্যমে ৩, ৫ ও ১০ বছর মেয়াদী বিনিয়োগ করতে হবে। তবে কেউ যদি এক বছরের মধ্যে বিনিয়োগ তুলে নিতে চায় তবে তার ফোটফোলিও থেকে ১ শতাংশ করে অর্থ কেটে নেওয়া হবে। এক বছরের আগে কেউ বিনিয়োগ ফেরত চাইলে তার কাছ থেকে কেটে নেওয়া হবে ৫ শতাংশ অর্থ।

এ সময় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক রাকিবুর রহমান, শাকিল রিজভী ও সাবেক সহ-সভাপতি আহমেদ রশিদ লালীসহ আইডিএলসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৬
এসই/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।