ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ছাতকে ৭২ জনের মধ্যে এসএমই ঋণ বিতরণ 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৬
ছাতকে ৭২ জনের মধ্যে এসএমই ঋণ বিতরণ 

সুনামগঞ্জ: সুনামগঞ্জের ছাতক উপজেলায় এস এমই উদ্যোক্তা ৭২ জনকে ১ কোটি ২০ লাখ টাকা ঋণ বিতরণ করেছে বাংলাদেশ ব্যাংক এসএমই শাখা।   

শনিবার (২০ আগস্ট) দুপুর ১২টায় শহরের রওশন কমিউনিটি সেন্টার ঋণ বিতরণ করেন বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক স্বপন কুমার রায়।

 

এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  

সেখানে সোনালী ব্যাংক সিলেট জি এম অফিসের ম্যানাজার কানিজ ফাতেমার সভাপতিত্বে ও সোনালী ব্যাংক সিলেট জি এম অফিসের জি এম মুসা খানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন- এস এমই এসডিপি, বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক স্বপন কুমার রায়।  

প্রধানমন্ত্রী শেখ হাসিনার  সরকার ২০২১ সালের ভিশন বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। স্বল্প সুদে নিয়মিত  ঋণ  দেওয়ায় দেশে গড় মাথাপিছু আয় বেড়ে প্রায় ১৪ শত ডলারে দাঁড়িয়েছে।  

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৬
পিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।