ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৬
এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সংবাদ সম্মেলনে করেছেন এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর উপাচার্য প্রফেসর এ বি এম রাশেদুল হাসান।

মঙ্গলবার (২৩ আগস্ট) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব মিলনায়তনে  বিভিন্ন মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনের শুরুতে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম ও অগ্রগতি তুলে ধরে শিক্ষা, গবেষণা, অবকাঠামোগত সুবিধা ও অনুষদ পরিচিতিসহ সার্বিক কার্যক্রমের উপর একটি প্রতিবেদন উপস্থাপন করেন।
 
তিনি বলেন, আন্তর্জাতিক মানের  শিক্ষা প্রদান ও গবেষণা  কার্যক্রমের মাধ্যমে  সুদক্ষ মানব সম্পদ গড়ে তোলার যে লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে তা অক্ষুন্ন রেখে বিশ্ববিদ্যালয় ধারাবাহিকতা বজায় রেখে চলছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধাবৃত্তি ছাড়াও সব ধরনের সুযোগ সুবিধা বৃদ্ধিসহ শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং নিয়মিত স্টুডেন্ট কাউন্সিলিং করা হচ্ছে।

এ ব্যাপারে তিনি সাংবাদিকসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে চাঁপাইনবাবগঞ্জে মানসম্পন্ন উচ্চ শিক্ষা প্রসারে সার্বিক সহযোগীতার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৬
বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।