ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

লাইসেন্স পেল প্রথম ইকোনমিক জোন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৬
লাইসেন্স পেল প্রথম ইকোনমিক জোন

ঢাকা: মেঘনা ইকোনমিক জোনকে লাইসেন্স দিলো বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)। প্রথম ইকোনোমিক জোন হিসেবে এই লাইসেন্স পেল তারা।

মঙ্গলবার ( আগস্ট ২৩) দুপুর সাড়ে ১২ টায় বেজার চেয়ারম্যান পবন চৌধুরী মেঘনা ইকোনমিক জোনের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামালের হাতে এ লাইসেন্স তুলে দেন।

এ সময় পবন আহমেদ বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন তরান্বিত করার লক্ষ্যে ১৫ বছরের মধ্যে ১০০টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার মাধ্যমে ১ কোটি লোকের কর্মসংস্থান করা হবে। তাছাড়া বিনিয়োগে যেসব সমস্যা হয় তা ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে সমাধানের ব্যবস্থা করার বিষয়ে বিশেষ আইন প্রণয়নের ব্যবস্থাও করা হবে। এর মাধ্যমে একই ছাদের নিচে সব ধরনের সুবিধা পাওয়া যাবে।

মেঘনা ইকোনমিক জোনের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল বলেন, ইতোমধ্যে আমাদের ইকোনমিক জোনে ১ হাজার ৭০০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। তাছাড়া চীন থেকে আরো আড়াই হাজার কোটি টাকার ঋণ সুবিধা পাওয়ার কথা রয়েছে। এই ইকোনমিক জোনে ১২৭টি প্লট রয়েছে।

এ সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বেজার নির্বাহী সদস্য ড. এম এমদাদুল হক, মেঘনা গ্রুপের পরিচালক তানভীর আহমেদ মোস্তফা।

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৬
ইউএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।