ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আশুগঞ্জে পৌঁছেছে ভারতীয় চালের তৃতীয় চালান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৬
আশুগঞ্জে পৌঁছেছে ভারতীয় চালের তৃতীয় চালান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা থেকে ত্রিপুরার রাজধানী ‍আগরতলায় নেওয়ার উদ্দেশে পাঠানো ‍ভারতীয় চালের তৃতীয় চালান ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দরে এসে পৌঁছেছে।

মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে এমভি অভি নামে ভারতীয় একটি জাহাজে করে এসব চাল নিয়ে আসা হয়।

জাহাজটিতে দুই হাজার ২৭২ দশমিক ৪৮৫ মেট্রিক টন চাল রয়েছে।

আশুগঞ্জ নৌবন্দরের পরিদর্শক মো. শাহআলম বাংলানিউজকে জানান, এ চাল পরিবহনে কোনো শুল্ক নেওয়া হচ্ছে না।

চাল পরিবহনের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠান আনবিস ডেভেলপমেন্ট লিমিটেডের কর্মকর্তা মাকসুদুর রহমান বাংলানিউজকে জানান, কলকাতা থেকে আগরতলায় পাঠানো ভারতীয় খাদ্য সহায়তার এ চাল আশুগঞ্জে জাহাজ থেকে খালাসের পর ট্রাকে করে আখাউড়া স্থলবন্দর দিয়ে আগরতলায় নেওয়া হবে।
 
বাংলাদেশের ওপর দিয়ে ভারতীয় ৩৫ হাজার মেট্রিক টন খাদ্যশস্য বিশেষ ‘মানবিক’ কারণে বিনা শুল্কে পরিবহনের একটি চুক্তি দু'দেশের মধ্যে সম্পাদিত হয়। এর আওতায় গত ২০১৪ ও ২০১৫ সালে ২০ হাজার মেট্রিক টন চাল পরিবহন করা হয়।

মঙ্গলবার এমভি অভি জাহাজে ওই চালের তৃতীয় চালান আনা হয়।

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।