ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

৩ কমিশনার, ১০৬ সহকারী রাজস্ব কর্মকর্তা বদলি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৬
৩ কমিশনার, ১০৬ সহকারী রাজস্ব কর্মকর্তা বদলি

ঢাকা: রাজস্ব প্রশাসনে গতিশীলতা, করদাতাবান্ধব পরিবেশ সৃষ্টি ও ‘সুশাসন ও আধুনিক ব্যবস্থাপনা কাঠামো’র আওতায় তিন কমিশনার, ১০৬ সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও দুইজনকে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।
 
বুধবার (২৪ আগস্ট) দিনগত রাতে জাতীয় রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব (শুল্ক ও ভ্যাট প্রশাসন-১) মো. শামসুদ্দীন স্বাক্ষরিত এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।


 
প্রজ্ঞাপন অনুযায়ী, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা দক্ষিণের কমিশনার মো. মতিউর রহমানকে বৃহৎ করদাতা ইউনিট (মূল্য সংযোজন কর) ঢাকায় বদলি করা হয়েছে।
 
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রাজশাহীর কমিশনার আব্দুল মান্নান শিকদারকে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট (আপীল) কমিশনারেট খুলনায় বদলি করা হয়েছে।
 
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট (আপিল) কমিশনারেট খুলনা কমিশনার মো. মাহবুবুজ্জামানকে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কুমিল্লার কমিশনার বদলি করা হয়েছে।
 
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রাজশাহীর অতিরিক্ত কমিশনার মো. মোয়াজ্জেম হোসেনকে একই কমিশনারেটের কমিশনার পদে দেওয়া হয়েছে চলতি দায়িত্ব।
 
শুল্ক রেয়াত ও প্রত্যপর্ণ পরিদফতর, ঢাকার অতিরিক্ত মহাপরিচালক ওয়াহিদা রহমান চৌধুরীকে এক পরিদফতরের মহাপরিচালক (কমিশনার) পদে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।
 
কর অঞ্চল-১০ ঢাকার উপ-কর কমিশনার মোহাম্মদ শাহাদাত হোসেনকে কর অঞ্চল-১ ঢাকার উপ কর কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
 
এছাড়া বোর্ডের দ্বিতীয় সচিব (শুল্ক ও ভ্যাট প্রশাসন-৩) খান মো. রেজা-উন-নবী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ১০৬ জন সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৬
আরইউ/এসএনএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।