ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

৬শ বাস-৫শ ট্রাক কেনাসহ ৫ প্রকল্প অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৯ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৬
৬শ বাস-৫শ ট্রাক কেনাসহ ৫ প্রকল্প অনুমোদন

ঢাকা: ভারত থেকে ৬শ’ বাস ও ৫শ’ ট্রাক কেনাসহ পাঁচ প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন দেওয়া হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৩০ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে সভা শেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রী জানান, মোট ২ হাজার ৮শ’ ৫ কোটি টাকার পাঁচ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি তহবিল থেকে ১ হাজার ৯শ’ ৩২ কোটি ২৮ লাখ টাকা এবং প্রকল্প সাহায্য ৮শ’ ৭২ কোটি ৭২ লাখ টাকা।
 
মন্ত্রী জানান, গণপরিবহনের সংখ্যা বাড়িয়ে ঢাকা মহানগরীসহ সারা দেশে সমন্বিত ট্রান্সপোর্ট সিস্টেম প্রতিষ্ঠার লক্ষ্যে ভারত থেকে আরও ৬শ’টি বাস ও ৫শ’টি ট্রাক কেনার পৃথক দু’টি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক।    

২০১৬ সালের ফেব্রুয়ারি থেকে ২০১৮ সালের জুন মেয়াদে প্রকল্প দু’টি বাস্তবায়ন করবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)।

ভারত থেকে আরো দুই বিলিয়ন ডলার (২০০ কোটি ডলার) নমনীয় ঋণ (এলওসি) পেয়েছে বাংলাদেশ। অবকাঠামো বিশেষ করে রেল, যোগাযোগ, বিদ্যুৎ ও তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে এ অর্থ ব্যবহার করতে পারবে বাংলাদেশ। অন্তত ৭৫ শতাংশ পণ্য ও সেবা অবশ্যই ভারত থেকে আমদানি করতে হবে।

তিনি জানান, ৬শ’টি বাস কিনতে মোট ব্যয় করা হবে ৫শ’ ৮০ কোটি ৮৭ লাখ টাকা, যার মধ্যে ৪শ’ ৩৪ কোটি ৩২ লাখ টাকাই ইন্ডিয়ান লাইন অব ক্রেডিট (এলওসি) থেকে আসবে।

অন্যদিকে ‘বিআরটিসি’র জন্য ট্রাক সংগ্রহ’ প্রকল্পের আওতায় ৫শ’টি ট্রাক কিনতে মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ২শ’ ১৭ কোটি ৩৫ লাখ টাকা। এর মধ্যে ভারতীয় ঋণ ১শ’ ৫৮ কোটি ৪০ লাখ টাকা।
 
ভারতীয় কোম্পানি অশোক লেল্যান্ডের কাছ থেকে প্রতিটি ৭২ লাখ টাকা দরে ৩শ’টি ডাবল ডেকার, ৬৯ লাখ টাকা দরে একশ’টি এসি সিঙ্গেল ডেকার, ৭০ লাখ টাকা দরে একশ’টি সিঙ্গেল ডেকার এসি ইন্টারসিটি এবং ৪২ লাখ টাকা দরে একশ’টি সিঙ্গেল ডেকার নন-এসি বাস কেনা হবে। এসব বাসের অর্থনৈতিক আয়ুষ্কাল ধরা হয়েছে ১২ বছর।
 
এ প্রকল্পের মাধ্যমে পুরনো ও অচল বাসের  চাহিদা প্রতিস্থাপন, ট্রাফিক সমস্যা সহজীকরণ ও ঢাকাসহ শহরতলীর বায়ু দূষণসহ পরিবেশ দূষণ কমানো হবে বলেও জানান পরিকল্পনামন্ত্রী।

তিনি জানান, অন্য প্রকল্পটির আওতায় ১৫ টন ধারণ ক্ষমতাসম্পন্ন ৩শ’ ৫০টি ও ১০ টন মালামাল ধারণ ক্ষমতাসম্পন্ন ১শ’ ৫০টি ট্রাক কেনা হবে।

বাংলাদেশ খাদ্য অধিদফতর, বিএডিসি, বাংলাদেশ সেনাবাহিনী, বিজিপ্রেস, কারিগরি শিক্ষা বোর্ড, প্রাথমিক শিক্ষা বোর্ড, বাংলাদেশ অক্সিজেন লিমিটেড, কর্ণফুলী পেপার মিল, বাংলাদেশ রেলওয়ে, বিমান বাংলাদেশ এয়ারলাইনস, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদফতর, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন, বিটিভি, পিডিবি, আবহাওয়া অধিদফতর ও অন্যান্য বেসরকারি সংস্থার বিভিন্ন ধরনের পণ্য পরিবহনের কাজে বিআরটিসি’র এ ট্রাকগুলো ব্যবহার করা হবে।

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৬
এমআইএস/এএ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।