ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ঈদে ‘রেডিসন ব্লু চিটাগং বে ভিউ’র ডাবল অফার

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৬
ঈদে ‘রেডিসন ব্লু চিটাগং বে ভিউ’র ডাবল অফার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঈদ-উল আজহা উপলক্ষে ‘বাই ওয়ান গেট ওয়ান’ অফার দিয়েছে পাঁচতারা হোটেল 'রেডিসন ব্লু চিটাগাং-বে ভিউ'। রুম ভাড়ার ক্ষেত্রে দু’টি বিশেষ প্যাকেজ ঘোষণা করা হয়েছে।



রেডিসন ব্লু’র সুপিরিয়র রুমে একরাত থাকার খরচ পড়বে ১৯ হাজার টাকা। তবে এ প্যাকেজের আওতায় এ সুবিধা ২জন ভোগ করতে পারবেন। সঙ্গে থাকছে দু’জনের জন্য সকালের ব্যুফে সিস্টেমের নাস্তা, ভিআইপি ফলের ঝুড়ি এবং রাতেও থাকছে ২ জনের জন্য ব্যুফে খাবার। বিকেলে পোর্টবার অথবা রুমে হালকা নাস্তার সঙ্গে স্ন্যাকসের ব্যবস্থা।

এছাড়া স্পাসহ অন্যসব ট্রিটমেন্টে থাকছে ২০ শতাংশ ছাড়। আর জিম, ইনফিনিটি পুলতো ফ্রি থাকছেই।  

জুনিয়র স্যুইট রুমের ক্ষেত্রেও একই সুবিধা থাকছে। বাড়তি হিসেবে প্রতিদিন চার পিস কাপড় ফ্রিতে লন্ড্রিতে দিতে পারবেন।

যোগাযোগ: ০১৭৭৭৭০১১২৬ অথবা [email protected]

রাজকীয় অ্যারাবিয়ান খাবারের পসরা সাজানো হয়েছে ঢাকার রেডিসন ব্লু বে ভিউ হোটেলে। অ্যারাবিয়ান খাবারের বৈচিত্র্যময় সমারোহের মধ্যে রয়েছে চিকেন খাবসা, মোতাবেল, ফাট্টুস, পনির সামবোসিক, বাবাগ্যানাস, ল্যাম্প ট্যাং সালাদ, লাবানি, হারিরা স্যুপ, ফালাফেল, খৌজি, জো জো কাবাব, শিক টাওক, বাসবুসা, চাবেকিয়া, ওমালি, বাকলাভাসহ অনেক সুস্বাদু মজাদার খাবার।

১১ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত এ প্যাকেজ সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত থাকবে। এজন্য প্রতিজনে খরচ পড়বে মাত্র ২৯৫০ টাকা। বুকিংয়ে জন্য যোগাযোগ +88031619855 অথবা [email protected]

এছাড়া অতিথিদের জন্য রয়েছে স্পা সেন্টারের অফ পিক মেম্বারশিপ অফার। এ মেম্বারশিপের আওতায় জিম এবং সুইমিং পুল ব্যবহার করতে পারবেন। সঙ্গে থাকবে ড্রিংকস।

এ প্যাকেজে মাসিক মেম্বারশিপ চার্জ জনপ্রতি ৮ হাজার ৫০০ এবং কাপল ১২ হাজার ৫০০ টাকা। এক বছরের জন্য এ চার্জ জনপ্রতি ৮০ হাজার এবং কাপল ১ লাখ ২০ হাজার টাকা। যোগাযোগ: ০১৭৭৭৭০১১২৬ অথবা [email protected]

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।