ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রাজধানীর পশুর হাটে ‘জালনোট শনাক্তকরণ বুথ’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৬
রাজধানীর পশুর হাটে ‘জালনোট শনাক্তকরণ বুথ’

ঢাকা: কোরবানির পশুর হাটে জালনোট প্রতিরোধকল্পে তফসিলি ব্যাংকগুলোকে রাজধানীর ২২টি গবাদি পশুর হাটে জালনোট শনাক্তকরণ বুথ স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

 

পশু ব্যবসায়ীদেরকে নোট যাচাই সংক্রান্ত সেবা প্রদান করতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন এসব হাটে আগামী ০৫ সেপ্টেম্বর থেকে নোট শনাক্ত করা শুরু হবে।

জালনোট শনাক্তকারী মেশিনের সহায়তায় হাট শুরুর দিন থেকে ঈদের পূর্বরাত পর্যন্ত বিরতিহীনভাবে পশু ব্যবসায়ীদেরকে বিনা খরচে নোট যাচাই সংক্রান্ত সেবা দেবেন ব্যাংকগুলোর অভিজ্ঞ ক্যাশ কর্মকর্তারা।

বাংলাদেশ ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে।

প্রতিটি হাটে ব্যাংকের নাম ও তার সঙ্গে ‘জালনোট শনাক্তকরণ বুথ’ উল্লেখ করে ব্যানার অথবা নোটিশ প্রদর্শন করতে হবে। ঢাকার বাইরে যে সকল জেলায় বাংলাদেশ ব্যাংকের অফিস রয়েছে সেখানে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন-পৌরসভা অনুমোদিত পশুর হাটগুলোতে স্থানীয় বাংলাদেশ ব্যাংকের নেতৃত্বে অনুরূপ ব্যবস্থা গ্রহণের জন্য আঞ্চলিক কার্যালয়-প্রধান শাখাগুলোকে নির্দেশনা দিতে হবে।

অন্যান্য জেলাগুলোর পৌরসভা ও থানার অনুমোদিত পশুর হাটে বিভিন্ন ব্যাংকের এ সংক্রান্ত দায়িত্ব বণ্টনের জন্য সোনালী ব্যাংকের চেস্ট শাখাগুলোকে দায়িত্ব দেওয়া হয়েছে।

সোনালী ব্যাংক বন্টিত দায়িত্ব অনুসারে সকল ব্যাংকের জেলা ও উপজেলা পর্যায়ের শাখাগুলো পশুর হাটগুলোতে নোট যাচাই সংক্রান্ত সেবা প্রদানের কাজ করবে।

বুথে নোট যাচাইকালে কোনো জালনোট ধরা পড়লে জালনোট পলিসি অনুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৮টি হাটে যেসব ব্যাংকের ‘জালনোট শনাক্তকরণ বুথ’ থাকবে, সেগুলো হচ্ছে- ‘মিরপুর গাবতলী’  হাটে সোনালী ব্যাংক, পূবালী ব্যাংক, ওয়ান ব্যাংক ও উত্তরা ব্যাংক। ‘খিলক্ষেত বনরূপা আবাসিক প্রকল্পের খালি জায়গা’ হাটে দ্য সিটি ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংক। ‘উত্তরা ১৫-১৬ নং সেক্টর’ হাটে আইসিবি ইসলামী ব্যাংক  ও শাহজালাল ইসলামী ব্যাংক। ‘মিরপুর সেকশন-৬, ওয়ার্ড-৬ (সাবেক ওয়ার্ড-৯২) ইস্টার্ন হাউজিংয়ের খালি জায়গা’ হাটে ব্যাংক এশিয়া ও প্রাইম ব্যাংক। ভাষানটেক বেনারসি পল্লী মাঠ ও সংলগ্ন খালি জায়গা হাটে বেসিক ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। বাড্ডা (ইন্দুলিয়া-দাউকান্দি-বাঘাপুর) পশুর হাটে ট্রাস্ট ব্যাংক ও আইএফআইসি ব্যাংক। আশিয়ান সিটি হাউজিং পশুর হাটে স্ট্যান্ডার্ড ব্যাংক ও মেঘনা ব্যাংক। ভাটারা (সাইদনগর) পশুর হাটে অগ্রণী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক।

দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন ১৪ টি হাটে যেসব ব্যাংকের ‘জালনোট শনাক্তকরণ বুথ’ থাকবে, সেগুলো হচ্ছে- ‘ঝিগাতলা হাজারীবাগ মাঠ, হাজারীবাগ’ হাটে এক্সিম ব্যাংক ও এইচএসবিসি। ‘রহমতগঞ্জ খেলার মাঠ, লালবাগ হাটে’ বাংলাদেশ কমার্স ব্যাংক  ও মার্কেন্টাইল ব্যাংক। ‘মেরাদিয়া বাজার, খিলগাঁও, হাটে’ ইস্টার্ন ব্যাংক ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। ‘সাদেক হোসেন খোকা মাঠ’  ধোলাইখাল হাটে মিডল্যান্ড ব্যাংক ও এনসিসি ব্যাংক। ‘লালবাগের মরহুম হাজী দেলোয়ার হোসেন খেলার মাঠ, বেড়িবাঁধ এবং সংলগ্ন খালি জায়গা ও আশেপাশের এলাকা’ হাটে যমুনা ব্যাংক ও ব্র্যাক ব্যাংক। ‘উত্তর শাহজাহানপুর খিলগাঁও রেলগেট বাজার সংলগ্ন মৈত্রী সংঘের মাঠ’ হাটে এবি ব্যাংক ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। ‘ধুপখোলার ইস্ট অ্যান্ড ক্লাব মাঠ’ ডাচ-বাংলা ব্যাংক ও এসআইবিএল।

‘ব্রাদার্স ইউনিয়ন সংলগ্ন বালুর মাঠ, গোপীবাগ, কমলাপুর’ হাটে কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসি ও এনআরবি গ্লোবাল ব্যাংক। ‘পোস্তগোলা শ্মশানঘাট সংলগ্ন খালি জায়গা’ হাটে রূপালী ব্যাংক ও ইসলামী ব্যাংক বাংলাদেশ। ‘কামরাঙ্গীরচর ইসলাম চেয়ারম্যানের বাড়ির মোড় থেকে দক্ষিণ দিকে বুড়িগঙ্গা নদীর বাঁধ সংলগ্ন জায়গা’ হাটে আল-আরাফাহ ইসলামী ব্যাংক ও সাউথইস্ট ব্যাংক। ‘ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মালিকানাধীন যাত্রাবাড়ি কাঁচাবাজারের ভেতরের’ হাটে ন্যাশনাল ব্যাংক ও ঢাকা ব্যাংক। কমলাপুর স্টেডিয়ামের আশেপাশের খালি জায়গা রাস্তার পূর্ব পাশ হাটে এনআরবি কমার্শিয়াল ব্যাংক ও সাউথ বাংলা এগ্রিকালচারাল অ্যান্ড কমার্স ব্যাংক। দনিয়া কলেজ মাঠ সংলগ্ন খালি জায়গা, যাত্রাবাড়ি হাটে বাংলাদেশ কৃষি ব্যাংক ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। শ্যামপুর বালুর মাঠ, কদমতলী হাটে জনতা ব্যাংক ও সোনালী ব্যাংক।

বাংলাদেশ সময়: ২১০ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৬
এসই/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।