ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ঢাকায় ‘মিঠাই’র ৫ আউটলেট উদ্বোধন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৬
ঢাকায় ‘মিঠাই’র ৫ আউটলেট উদ্বোধন

ঢাকা: রাজধানীর বিভিন্ন এলাকায় পাঁচটি আউটলেট চালু করেছে রিটেইল সুইট চেইন শপ ‘মিঠাই’। ঐতিহ্যবাহী সব মিষ্টির সমাহার নিয়ে আউটলেটগুলো সাজানো হয়েছে।

মিরপুর-১০, কাজীপাড়া, আশকোনা, রামপুরা ও নারিন্দায় আউটলেটগুলো উদ্বোধন করা হয়। মোহাম্মদপুর ও মালিবাগ নিয়ে মিঠাই আউটলেটের সংখ্যা দাঁড়াল সাত।

মিঠাই’র জেনারেল ম্যানেজার অনিমেষ সাহা, অপারেশন ম্যানেজার আশরাফুল ইসলাম, ব্র্যান্ড ম্যানেজার মাহবুব হোসেন সজীব ও সেলস ম্যানেজার পলাশ সমাদ্দার এসময় উপস্থিত ছিলেন।  

অনিমেষ সাহা বলেন, সুলভ মূল্যে ক্রেতাদের কাছে স্বাস্থ্যসম্মত মিষ্টান্ন পৌঁছে দেওয়ার লক্ষ্যে যাত্রা শুরু করে মিঠাই। অভিজ্ঞ কারিগর দিয়ে মিঠাই ব্র্যান্ডের মিষ্টান্ন তৈরি করা হয়।  

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।