ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বৈষম্যমূলক নীতি দূর করার অাহ্বান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৬
বৈষম্যমূলক নীতি দূর করার অাহ্বান

ঢাকা: সম্মিলিত অর্থনৈতিক উন্নয়নের জন্য তৈরি পোশাক শিল্পের সঙ্গে অন্য খাতের বৈষম্য কমানোর সুপারিশ করেছেন বিশেষজ্ঞরা।
 
বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর র্যাডিসন হোটেলে  ‘এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংক কান্ট্রি ডায়াগনস্টিক স্টাডি’ এবং  ‘এমপ্লয়মেন্ট ডায়াগনস্টিক স্টাডি’ শীর্ষক দু’টি গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়।

 

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভবিষ্যতে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে এ বৈষম্য দূরে সুপারিশ করেন বক্তারা।
 
ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের কান্ট্রি ম্যানেজার শ্রীনিবাস রেড্ডি বাকি বলেন, তৈরি পোশাক শিল্প ছাড়াও বাংলাদেশে অন্যান্য শিল্পের রপ্তানি আয় বাড়ছে। ফলে ওই খাতগুলোকেও প্রাধান্য দিতে হবে। বিশেষ করে ২০২১ সালের মধ্যে সরকার যখন তৈরি পোশাক শিল্প ছাড়াও অন্য শিল্প খাত থেকে রপ্তানি আয়ের ৩০ শতাংশ আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে।
 
প্রতিবেদন উপস্থাপনে এডিবি’র ইকোনমিক অ্যানালাইসিস অ্যান্ড অপারেশনাল সাপোর্ট ডিভিশনের পরিচালক এডিমন গিনটিং শিক্ষার মান, অবকাঠামো, ট্যাক্স পদ্ধতি এবং নীতি প্রণয়নের পরিকল্পনার ওপর জোর দেওয়ার কথা বলেন।

বাংলাদেশ কান্ট্রি ডায়াগনস্টিক স্টাডি উপস্থাপন করেন এডিবি’র জ্যেষ্ঠ অর্থনীতিবিদ ভেলারি মার্চার ব্ল্যাকম্যান। বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের রপ্তানির সম্পর্ক তুলে ধরেন তিনি। অর্থনৈতিক বৈচিত্র্যতার জন্য তৈরি পোশাক শিল্প ছাড়াও অন্যান্য শিল্পের ওপর জোর দেওয়ার সুপারিশ করেন। এছাড়াও বিদেশে দক্ষ ও কর্মক্ষেত্রে মধ্যম সারির কর্মী নিয়োগে প্রশিক্ষণ ও প্রেরণের সুপারিশ করেন তিনি।
 
বাংলাদেশ এমপ্লয়মেন্ট ডায়াগনস্টিক স্টাডির প্রধান গবেষক রিজাওয়ানুল ইসলাম কর্মীদের বেতন, নীতিতে বৈষম্য দূরীকরণ, কারিগরি শিক্ষার মান বৃদ্ধি, বিকেন্দ্রীকরণ, শ্রমিক কল্যাণ এবং অধিকার রক্ষার বিষয়গুলো সামনে নিয়ে আসেন।
 
গবেষণা প্রতিবেদনে বলা হয়, বছরে অর্থনৈতিক প্রবৃদ্ধি আট শতাংশের ওপরে হওয়া উচিত। এছাড়াও চাকরির ক্ষেত্র বৃদ্ধি করা এবং দক্ষ জনবলকে কাজে লাগানো নিশ্চিতেরও সুপারিশ করা হয়।
 
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনৈতিক বিভাগের সদস্য (সিনিয়র সচিব) শামসুল আলম, প্রবাসীকল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব শামসুন নাহার, বাংলাদেশ লেটস ওয়ার্ক প্রোগ্রামের কো-অর্ডিনেটর মৃণাল সরকার প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০১,২০১৬
এমএন/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।