ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

২২ অথবা ২৩ সেপ্টেম্বর রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন প্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৬
২২ অথবা ২৩ সেপ্টেম্বর রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন প্রকাশ

ঢাকা: আগামী ২২ অথবা ২৩ সেপ্টেম্বর রিজার্ভ চুরি সংক্রান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

সোমবার (৫ সেপ্টেম্বর) রাতে অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন মুহিত।

তিনি বলেন, বিষয়টি নিয়ে বাংলাদেশ ব্যাংক এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সঙ্গে তার কথা হয়েছে।

সংশ্লিষ্টদের এই প্রতিবেদন প্রকাশের ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে বলে জানান অর্থমন্ত্রী।
 
বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৬
এসই/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।