ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আরও এক লাখ মেট্রিক টন লবণ আমদানি হচ্ছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৬
আরও এক লাখ মেট্রিক টন লবণ আমদানি হচ্ছে

ঢাকা: ঈদ-উল আজহায় কোরবানির চামড়া সঠিক সময়ে যথাযথভাবে প্রক্রিয়াকরণের সুবিধার্থে সরকার আরও এক লাখ মেট্রিক টন ভোজ্য  লবণ উৎপাদনের জন্য ক্রুজ/বোল্ডার লবণ আমদানির অনুমতি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে।  
 
দেশে যেন লবণের সংকট না হয় বা লবণের অভাবে কোরবানির কোনো পশুর চামড়া নষ্ট না হয় সে লক্ষ্যে এ সিদ্ধান্ত।

 
 
বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র অনুমতি প্রদানের বিষয়টি নিশ্চিত করেছে।  
 
সূত্র জানায়, দেশে এখন চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় লবণ মজুদ রয়েছে। লবণের যেন কোনো ধরনের সংকট না হয় বা লবণের মূল্য বৃদ্ধি না পায়, সেজন্য সরকার লবণ আমদানির এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।  

কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কৃত্রিম উপায়ে লবণের সংকট সৃষ্টি বা মূল্য বৃদ্ধির চেষ্টা করলে সরকারি বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
প্রয়োজনীয় লবণের চাহিদা পূরণের জন্য গত ২৪ আগস্ট বাণিজ্য মন্ত্রণালয় ভোজ্য লবণ উৎপাদনের জন্য ৭৫ হাজার মেট্রিক টন ক্রুজ/বোল্ডার লবণ এবং শিল্প লবণ হিসেবে ব্যবহৃত সাধারণ লবণ উৎপাদনের জন্য ৭৫ হাজার মেট্রিক টন ক্রুজ/বোল্ডার লবণ (মোট দেড় লাখ) আমদানির অনুমতি প্রদান করেছে। নির্ধারিত সময়ের মধ্যে এসব লবণ আমদানি সম্পন্ন হয়।  
 
বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৬
এসই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।